Monday, August 24, 2015

ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৬

acc-main অনলাইন ডেষ্কঃ ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধানসভার একজন সদস্যসহ (এমএলএ) নিহত হয়েছে ছয়জন। এতে আহত হয়েছে ২০ জন।
সোমবার ভোরে অনন্তপুর জেলার মাদাকাসিরায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। কর্নাটকের এমএলএ ভেঙ্কাটেশ নায়ক নিহতদের মধ্যে একজন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রানাইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গালুরু-নানদেদ এক্সপ্রেস ট্রেনের এইচ১ বগির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বগির পাঁচ যাত্রী নিহত হয়। ট্রাক ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন।
এদিকে এ দুর্ঘটনায় ট্রেনটির আরো দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বেঙ্গালুরু-গুনটাকাল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ও লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

1 comments:

Anonymous said...

joya shoes 644u5njzko074 joya sko,joya sko,joya skor,Cipő joya,zapatos joya,joya schoenen verkooppunten,Scarpe joya,chaussures joya,joya schuhe wien,joya schuhe joya shoes 349v8ztgss174

Post a Comment

Welcome