Monday, February 23, 2015

এবার দেবের মন্তব্যের কড়া সমালোচনা করলেন আসিফ


এবার দেবের মন্তব্যের কড়া সমালোচনা করলেন আসিফসম্পতি বাংলাদেশে তিন দিনের সফর শেষে আবার কলকাতায় উড়াল দিয়েছে টালিউডের সুপারস্টার দেব। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরসফরসঙ্গী হিসেবে দেব, প্রসেনজিতসহ ছিল ৩৬ সদ্যসের একটি দল। অবশ্য এটা ছিল দেবের রাজনৈতিক সফর। গেল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের কাছে অনুরোধ করেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। তিনি বলেছেন, “দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার।“
পরবর্তীতে আজ দুপুরে কণ্ঠশিল্পী আসিফ আকবর তার নিজস্ব ফেজবুক ও ফ্যান পেজে দেবের এ ধরণের মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন। বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে দেবেকে নিয়ে বলা আসিফের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
কলকাতার হালের চিত্রনায়ক দেব ক’দিন আগে বাংলাদেশ সফর করে গেল। সে বলে গেল দুই বাংলাকে এক দেখতে চায় । মোস্তফা সরওয়ার ফারুকীকে অভিনন্দন, তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় দেব’কে প্রেসক্রিপশন দিয়ে বলেছেন কলকাতা গিয়ে এ বিষয়ে আন্দোলন করতে।বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র। কিন্তু দুই বাংলা এক হওয়া নিয়ে তার বক্তব্য আমার স্বার্বভৌমত্বে আঘাত হানার চেয়েও বড় কিছু। আরো দশ বছর আগেই বলেছি বাংলাদেশের মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে জানতাম না । ধিক্কার জানাই এ সমস্ত এজেন্ডাধারী মিডিয়াকে। দেবের মত একটা ভাঁড় ঔদ্ধত্যপূর্ন কথা বলে যায় আর মিডিয়া ছাপায় শহীদ মিনারে দেবের ‘ভি’ দেখিয়ে দাঁত কেলানো ছবি !
শহীদ মিনার আমাদের অস্তিত্ব,হাসাহাসির জায়গা নয়। ছিঃহ ! এ দেশের মানুষ ও কি আধমরা হয়ে গেল নাকি বুঝলাম না। এখনো বেঁচে আছি স্বাধীন দেশের নাগরিক হিসাবে। কথা দিচ্ছি আমার বাংলাদেশে দেবকে প্রতিহত করা হবে। এটা শুধু দেব এর নিছক বক্তব্য নয়, সুদুরপ্রসারী কোন পরিকল্পনার অংশ হতে পারে। বিষদাঁত এখুনি ভেঙ্গে দিতে হবে। আধমরাদের ঘা মেরে জাগিয়ে তুলতে হবে। লক্ষ্য স্থির করুন, মিডিয়ার ওপর চোখ রাখুন, প্রয়োজনে বর্জন করুন এবং প্রতিবাদ মুখর হউন। ঘাপটি মেরে থাকা এজেন্টরা চিহ্নিত হবে খুব দ্রুত ইনশাল্লাহ । আসিফের এমন স্ট্যাটাসের পক্ষে অনেক ইতিবাচক কমেন্স লক্ষ্য করা গেছে।

Saturday, February 21, 2015

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুজয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে দলিল উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকালে পাঁচবিবি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬ টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন পাঁচবিবি রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দলিল উদ্দিন পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার দু’পা কাটা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত দলিল উদ্দিন পাঁচবিবি থানা রোডের বাসিন্দা এবং নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।

লীলার গানে সানির এ কি‍ লীলা!

সানি লিওন
সানি লিওন
গ্রাম্য যুবতী, রাজকন্যা ও পপ-তারকা একই ছবিতে এই তিন রকম চরিত্রে অভিনয় করলেন সানি লিওন। গল্পে ১০০ বছর পর পর তাকে পাওয়া যাবে। ছবির নাম ‘এক পাহেলি লীলা’। ইউটিউবে ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত এ ছবির একটি গানে দর্শকের আবারো নতুন করে নজর কেড়েছেন এ অভিনেত্রী। দু্‌দিন না পেরোতেই এটি ৫৭ লাখেরও বেশি দেখেছেন গানটি।

কিছুদিন আগেই ছবিটির ট্রেলর প্রকাশ হয়েছে। জানা গেছে, ববি খান পরিচালিত ছবিটিতে রোমাঞ্চ গল্পের পাশাপাশি থাকছে নাচের প্রাধান্য। এটি মুক্তি পাবে ১০ এপ্রিলে।

যৌন স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর ৬টি খাবার

যৌন স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর ৬টি খাবারসুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন সুস্থ যৌন স্বাস্থ্য। দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কে সুখী হতে না পারলে দম্পতিদের মধ্যে ধীরে ধীরে মানসিক ও শারীরিক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ফলে পরকীয়া, অশান্তি কিংবা সংসার ভাঙার মতন সমস্যাও সৃষ্টি হয়ে যায়।
যৌন স্বাস্থ্য সুরক্ষায় এড়িয়ে যেতে হবে যে ৬টি খাবার
আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি তা কি আমাদের যৌন স্বাস্থ্যের ক্ষতি করছে? সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য কিছু বিশেষ খাবার এড়িয়ে চলা উচিত। বিশেষ কিছু খাবার আছে যেগুলো শরীরে যৌন উত্তেজনা কমিয়ে দিতে ভূমিকা রাখে। আসুন জেনে নেয়া যাক যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ৬টি খাবার সম্পর্কে।

অ্যালকোহল
যারা অ্যালকোহল গ্রহণ করে তারা অ্যালকোহল সম্পর্কে নেতিবাচক কিছু শুনতে রাজি নন। কিন্তু নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে পুরুষের টেস্টসটেরন হরমোনের উৎপাদন কমে যায় এবং যৌন জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

দুগ্ধজাতীয় খাবার
অবাক হচ্ছেন? দুধকে আমরা আদর্শ খাবার হিসেবেই জানি। কিন্তু দুগ্ধজাতীয় কিছু খাবার, যেমন- পনির, ছানা ইত্যাদি শরীরে এক ধরণের এস্ট্রোজেন তৈরী করে যা যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে। তাই অতিমাত্রায় দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলুন।

কফি
প্রতিদিন অতিরিক্ত কফি পান করলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত কফি খেলে অ্যাডরেনাল গ্ল্যান্ডের উপর প্রভাব পড়ে এবং ফলাফল হিসেবে স্ট্রেস হরমোন উৎপন্ন হয়। স্ট্রেস হরমোন উৎপাদনের কারণে সেক্স হরমোন ও থাইরয়েড হরমোনের উপর বিরূপ প্রভাব পড়ে ও ক্রমশ যৌন জীবন ফিকে হয়ে আসে।

পুদিনা
কিছু গবেষণায় জানা গিয়েছে যে পুদিনা যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে। পুদিনায় উপস্থিত পিপারমিন্ট শরীরের যৌন উত্তেজনা কমিয়ে দিতে ভূমিকা রাখে।

তেলে ভাজা পোড়া খাবার
তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাটের উপস্থিতি পাওয়া যায় যা যৌন উত্তেজনা কমিয়ে দিতে ভূমিকা রাখে। ট্রান্স ফ্যাটের উপস্থিতির কারণে টেস্টেসটেরনের উৎপাদন কমে যায় এবং পুরুষের স্পার্মের গুণগত মান কমিয়ে দেয়। তাই গবেষকরা ভাজা পোড়া খাবারের বদলে বেক করা খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ তেলে ভাজা খাবার যৌন উত্তেজনা কমিয়ে যৌন স্বাস্থ্যের ক্ষতি করে।

কৃত্রিম চিনি
অনেকেই মেদ কমাতে কিংবা ডায়াবেটিসের জন্য কৃত্রিম চিনি ব্যবহার করেন খাবারে। কিন্তু কৃত্রিম চিনি যৌন স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে। কৃত্রিম চিনি শরীরে যৌন উত্তেজনা সৃষ্টিকারী হরমোন সেরোটোনিনের উৎপাদন কমিয়ে দেয়। সেরোটোনিনের ঘাটতির ফলে বিষণ্ণতা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যাও হতে পারে।

Thursday, February 19, 2015

সীমানা পেরনো সুরের সম্মানে রুনা লায়লা


সীমানা পেরনো সুরের সম্মানে রুনা লায়লা

ইস্টিশনের রেলগাড়িটা যে ঘড়ির কাঁটা মাইপ্যা চলে তা তাঁর কণ্ঠেই জেনেছে দেশের সংগীতপ্রেমীরা ৷ তিনদিন বন্ধুর বাড়িতে গিয়েও দেখা না হওয়ার আফশোষ যে মুহূর্তে আর্ত রিনিরিনি হয়ে উড়ে গেছে, তখনও উচ্ছ্বল তাঁর কণ্ঠ জানিয়ে দিয়েছে, ‘ও মেরে বাবু ছ্যায়ল ছবিলা ম্যায় তো নাচুঙ্গি’ সহ আরও অনেক হিন্দি গান ৷ তাঁর কণ্ঠের বৈচিত্র কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ তথা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গীতপ্রেমীকে এনে হাজির করে এক আনন্দের জায়গায় ৷ আর তিনি রুনা লায়লা ৷ আর ভারতের চতুর্থ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে তাঁকে দেওয়া হয়েছে ‘সুরশ্রী’ সম্মান ৷
মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চও ভাসল তাঁর সুরের মোহনায় ৷ একের পর এক গানে মাতিয়েছেন তিনি ৷ কখনও ‘ও লাল মেরি’ তো আবার কখনও আবার ‘সাধের লাউ’- ভরা নজরুল মঞ্চ তাঁর সুরের মেতে উঠেছিল ।
এদিন তাঁর হাতে সম্মান তুলে দিলেন জুন মালিয়া, পণ্ডিত তন্ময় বোস এবং সৃজিত মুখোপাধ্যায় ৷
এছাড়াও এই আসরে অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হল গায়ক-সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়কে ৷ বাংলা অধুনিক গানের ভাষা ও আঙ্গিক বদলে তিনি ছিলেন পুরোধা ৷ মির্চি অ্যাওয়ার্ড এদিন তাঁকে সম্মান জানিয়ে কুর্ণিশ জানাল বাংলা আধুনিক গানের সমৃদ্ধ ধারাকেই ৷

মঙ্গলে গিয়ে আর কোনদিনই ফিরবেন না ১০০ জন যাত্রী

মঙ্গলে গিয়ে আর কোনদিনই ফিরবেন না ১০০ জন যাত্রী 
নাঈম ইসলাম :
ডাচ অলাভজনক মঙ্গল ওয়ান যাত্রাটি ১০০ জনের নামে করা হয়েছে যারা মঙ্গলের একটি একমুখী ভ্রমণে অংশগ্রহণ করবে। আশা করা যায় ওই রকেটটি ২০২৪ সাল নাগাদ পৃথিবী ছেড়ে মঙ্গলের দিকে পাড়ি জমাবে। ২০০০০০ জন আবেদন কারীর মধ্য থেকে ২৪ জনকে মিশনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে এবং সব কিছু যদি পরিকল্পনা অনুযায়ী হয় তবে ৪ জনকে প্রথম ট্রিপের জন্য মনোনীত করা হবে।
এই প্রথম আপনি মঙ্গল গ্রহে একমুখী ভ্রমণের কথা শুনছেন, এখানে এমন একটি সংগঠন এবং কিছু মানুষের কথা বলা হয়েছে যারা মঙ্গলগ্রহে দেহত্যাগ এর জন্য স্বাক্ষর করেছেন। ফলে এক দিকে তারা হতে পারে প্রথম মানুষ যাদের পায়ের ছাপ প্রথম কোন গ্রহের উপর পড়ল। অন্য দিকে প্রথম কোন মানব যারা পৃথিবীর বাইরে গিয়ে মৃত্যুবরণ করল।

মার্স ওয়ান এর প্রধান মেডিকেল অফিসার নর্বারত ক্রাফট ৬৬০ আবেদন কারীর মধ্যে সাক্ষাত্কার গ্রহণের পর যারা সবকিছু ত্যগ করতে প্রস্তুত এমন ব্যক্তিবর্গকে বাছাই করেন। তবে ১৮ বছরের নিচে কোন আবেদন কারীকে গ্রহণ করা হয়নি কারণ কোম্পানি বিশ্বাস করে যে বেশি দক্ষ আর স্মার্ট নয় বরং বেশি আত্ম-উৎসর্গকারীই এ ক্ষেত্রে বেশি গ্রহণীয়।

এমনকি আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারী এক মাস আগেই পরিবার সহ ফিরে এসেছে। ওই ভ্রমণে অংশগ্রহণকারী ক্রাফট এক সাক্ষাৎকারে বলেন, আমরা আমাদের জীবনের বাকিদিন গুলোও একসাথে থাকবো।

পরবর্তী যাত্রার জন্য ৫০জন নারী এবং ৫০জন পুরুষকে বাছাই করা হয়েছে। যেখানে ৩৮ জন কানাডা ৭ জন এবং অস্ট্রেলিয়া এবং ১৮ জন মার্কিনি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবে। এবং বাকীদের আবেদন কারীর মধ্য থেকে নির্বাচন করা হবে।

এ ক্ষেত্রে শিক্ষা দ্বারাও গ্রুপিং করা হয়েছে, যেমন যাদের নেওয়া হবে তাদের মধ্যে ১৯ জনের কোন ডিগ্রি নেই, ২৭ জন স্নাতক, ৩০ জন শিক্ষক ৪জন চিকিৎসক এবং ৭ জন পিএইচডি থাকবে। প্রার্থীদের মধ্যে ৮১ জনই এখন স্কুলে পড়ে। এবং ৬ জন কোন কাজ করে না।

যে ৫টি কারনে শৈশবের বন্ধুদের সাথে সম্পর্ক হারাচ্ছেন

যে ৫টি কারনে শৈশবের বন্ধুদের সাথে সম্পর্ক হারাচ্ছেন
 নাঈম ইসলাম :
আমাদের এমন অনেক বন্ধু ছিল যাদের সাথে এখন আর আমাদের যোগাযোগ হয় না। কেউ হয়ত একবারেই আমাদের জীবন থেকে দূরে সরে গেছে, কেউবা হয়ত পাশে থেকেও কাছে নেই। তারা অনেকেই বিভিন্ন হতাশার কারনে বা কিছু অসম্পূর্ণতার কারনে আমাদের জীবনের অংশে নেই। তবে আপনার জন্য একটি ভালো উপায় হল যখন খুশি আপনার বন্ধুকে ফোন করুন এবং সম্পর্ক বজায় রাখুন।
তবে আপনি যদি জেদি হন এবং সময় খুঁজে না পান তাহলে আপনার শৈশবের বন্ধুদের হারানোর কিছু কারন জেনে নিন-

১. নতুন বন্ধু আপনার স্থান দখল করেছে:
আপনার পুরানো বন্ধুরা তাদের নতুন বন্ধুদের সাথে আড্ডা দেয়। আপনিও নতুন বন্ধুদের সাথে পার্টি করেন। কিন্তু, স্থান দখলের যে অনুভবটা হয় তা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক।

২. এক সময়ের সেরা বন্ধু, এখন সাথেই নেই:
আপনার এমন বন্ধু ছিল যে, সবসময় আপনার সাথেই থাকত। সবাই আপনাদের বন্ধুত্তের প্রশংসা করত। আপনারা একে অন্যকে অনেক ওয়াদা করেছেন। অনেক ছবি তুলেছেন কিন্তু তার সবই এখন শুধুই স্মৃতি। এখন আপনাদের বন্ধুত্ব অনেক দিন আগের কথার মত হয়ে গেছে।

৩. আপনি তাদের মত হতে পারছেন না:
সময় এর সাথে সাথে সব কিছুই বদলে যায়। তাই আপনি সবার সাথে যদি মিশতে না পারেন, নিজেকে বদলাতে না পারেন তাহলে সময়ের সাথে সাথে আপনার শৈশবের বন্ধুরা দূরে চলে যাবে।আপনার সময়োপযোগী না হবার কারনেই হয়ত তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে।

৪. তারা জীবনে অনেক এগিয়ে গেছে এবং আপনিও:
এমনও সময় ছিল যখন আপনারা একেঅন্যকে দামী উপহার দিতে চেয়েছেন। বড় গাড়ি কিনে ঘুরে বেড়াবেন। তা হয়েছে বটেও, কিন্তু এখন সে বন্ধু আর সাথে নেই।ব্যাস্ততার কারনে হয়ত সেই প্রাণপ্রিয় বন্ধুটি নাই আজ আপনার সাথে।

৫. এখন আর কথায় কথায় হাসি আসে না:
একসাথে সব বন্ধুরা হলে যে হাসাহাসি চলত তা এখন বন্ধ। এছারা যে কথায় তখন হাসতেন সে সব কথাই এখন মূল্যহীন মনে হয়। এভাবেও দূরত্ব সৃষ্টি হয় সম্পরকের মাঝে।

এই রকম অনেক তুচ্ছ কারনের জন্য কখনই বন্ধুদের হারাবেন না। কারন, বন্ধুরাই জীবনের প্রতি মুহুরতে আপনার পাশে থাকবে। আর না থাকলেও আপনি তার পাশে থাকতে ভুলবেন না।–সূত্র: ইন্ডিয়া টাইম্‌স

Wednesday, February 18, 2015

অভিনেত্রীকে রাজনীতিবিদের চুম্বন

প্রকাশ্যে বলিউডের প্রবীণ অভিনেত্রী লীলা চান্দাভারকারের ঠোঁটে চুম্বন দিলেন ভারতের প্রবীণ আইনজীবি এবং রাজনীতিবিদ রাম জেঠমালানী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হয় তাদের। কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের স্ত্রী লীলা এবং রাম জেঠমালানীর দেখা হওয়ার পর ঠোঁটে চুম্বনের মাধ্যমে একে অপরকে স্বাগত জানান। এমনটায় প্রতিবেদন করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তবে রাম জেঠলানীর চুম্বনের বিষয়টি নতুন নয়। এর আগে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে চুমু দিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। সে সময় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছিল তাদের ভিডিওটি।

দেখুন ভিডিওতে ধর্ষকের মুখ থেকে শুনুন তার ধর্ষণের গল্প,!


নাঈম ইসলাম : বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৫
প্রতিদিন হাজার হাজার মেয়ে ভারতে ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। কেউ বা লোকলজ্জার ভয় মুখ খুলছেই না। আর কেউ যদি বা মুখ খুলে থানায় অভিযোগ দায়ের করছে, সেও বিচার পেতে পেতে বহুদিন কেটে যাচ্ছে। তাই হয়তো আইন পরিবর্তন করা সত্ত্বেও বা জনআন্দোলন হওয়া সত্ত্বেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ আজও ঘটে চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিমুহূর্তে। এখানে এইধরণের ঘটনা মানুষ খুব তাড়াতাড়ি ভুলেও যায়। প্রতিদিন টিভির পর্দা বা খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে এইধরণের খবরে। দেখা যাচ্ছে প্রতি বাইশ মিনিটে একটি করে মেয়ে ধর্ষিত হচ্ছে এই দেশে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতার সৌজন্যে বা টাকার প্রভাবে বেঁচে যাচ্ছে অভিযুক্ত। কিন্তু এবার সময় এসেছে রুখে দাঁড়াবার, ধর্ষকদের শাস্তি দেওয়ার। পুরানি দিল্লি টকিজের সৌজন্যে একটি ভিডিওতে দেখুন একজন ধর্ষককে কীভাবে শাস্তি দিল জনসাধারণ।
https://www.youtube.com/watch?v=OHbeKHpKjiQ

সাকিবের স্ত্রী যখন “ড্রাইভার”!


সাকিবের স্ত্রী যখন “ড্রাইভার”!
বাংলাদেশে থাকলে ভাড়া করা ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কাজ সারেন সাকিব-শিশির দম্পতি। তবে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরলে শিশিরকে বেঁধে রাখা দায়। নিজেই গাড়ি চালান তিনি। বনে যান পুরদস্তুর ড্রাইভার। সাকিব বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গেছেন ৫ তারিখ। আর যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার স্ত্রী দেশ ছেড়েছেন ৯ তারিখ রাত দশটার দিকে। বেশ কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন শিশির। অনেক দিন বাদে শৈশবের স্মৃতি বিজড়িত শহরে যাওয়ার আগে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অন্তত তার ফেসবুক পেজের ‘স্ট্যাটাস’ থেকে তেমনটাই বোঝা যায়। দেশ ছাড়ার আগে শিশির ফেসবুকে লেখেন, ‘ওফফ বাড়ি যাচ্ছি। পরিবার আর বন্ধুদের দেখার তর সইছে না। শেষমেশ নিজের গাড়ি চালাতে পারব। আবার হয়ে যাব ড্রাইভার।’ শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তবে পরিবার নিয়ে ছোটবেলা থেকেই থাকতেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। ২০১২ সালের ১২ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।

ঝিনাইগাতীতে প্রথম শ্রেনীর এক ছাত্রীর মৃতদেহ উদ্বার

 ক্রাইম নিউজ : ১৮/০২/১৫ ইং
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের হাতীবান্দা পশ্চিমপাড়া গ্রামে ১৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আঞ্জুয়ারা ওরফে মঞ্জুরা নামের ৫ বছরের এক শিশুর লাশ ধান ক্ষেতের ড্রেন থেকে উদ্ধার করে থানা পুলিশ। নিহত আঞ্জুয়ারা ওরফে মঞ্জুরা হাতীবান্দা পশ্চিম পাড়া গ্রামের দিনমজুর আনছার আলীর মেয়ে। আঞ্জুয়ারা ওরফে মঞ্জুরা স্থানীয় হাতীবান্দা পশ্চিমপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আঞ্জুয়ারা ওরফে মঞ্জুরা ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনের বেলায় তাকে কোথাও খোঁজে না পেয়ে সন্ধ্যাল পর নিজ গ্রাম ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। বুধবার সকালে স্থানীয় কৃষকরা তাদের বোর ধান ক্ষেতে সেচ দিতে গেলে আঞ্জুয়ারা ওরফে মঞ্জুরা’র লাশ পানি যাওয়া ড্রেনে পড়ে থাকতে দেখে। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এসে থানা পলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম ফছিহুর রহমানের নির্দেশে এসআই ইউনুছ সঙ্গীয় পুলিশ নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহতের পিতা দিনমজুর আনছার আলীর সাথে কথা হলে তিনি বলেন, “আমি কোন রাজনীতি করিনা, আমি দিন মজুর, কারোর সাথে আমার কোন বিরোধ নেই, কেন আমার মেয়ের এমন দশা হ’ল! এর কোন কারণ আমার জানা নেই” বলে তিনি জানান।

লিপস্টিকে সুন্দরীদের বুদ্ধি বিনাশ

লিপস্টিকে সুন্দরীদের বুদ্ধি বিনাশ
লোক মুখে বেষণাতে প্রমাণিত, ‘লিপস্টিক ব্যবহারে মহিলাদের বুদ্ধি কমে যেতে পারে। আমাদের আচরণ ও শেখার ক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। যার আসল কারণ হল লিপস্টিকে থাকে ক্ষতিকারক সীসা’।
গবেষকদের মতে,লিপস্টিকে খুব কম মাত্রার সীসা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সামান্য তম সীসা জমতে জমতে একদিন মানুষের বুদ্ধি ও আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও এটি মানসিক স্থিতির উপরেও খারাপ প্রভাব ফেলে। বিশেষত গর্ভবতী মায়েরা সীসাযুক্ত লিপস্টিক ব্যবহার করলে গর্ভজাত সন্তানের ওপর তার প্রভাব পড়তে পারে।
চিরকাল মেয়েরা তাঁদের রূপের ধার বাড়তে কখনো পান খেয়ে লাল টুকটুকে করেছেন ঠোঁট, কখনো বা রঙিন কাগজের সাহায্য নিয়েছেন। সাজে পরিপূর্ণতা আনতে লিপস্টিকের তাদের চাই চাই। কিন্তু সেই প্রসাদনীতে থাকে যদি নির্বোধ হওয়ার জীবানু তখন আর কি করা যায়। তাই এক্ষেত্রে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা পরামর্শ দেন,লিপস্টিক বা লিপগ্লস ব্যবহারের আগে এর উপাদান সম্পর্কে ভালো করে জেনে নেওয়া একান্ত জরুরি।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

৮ টি উপায়ে সন্তানকে রক্ষা করুন মরণব্যাধি ক্যান্সার হতে



৮ টি উপায়ে সন্তানকে রক্ষা করুন মরণব্যাধি ক্যান্সার হতে

 নাঈম ইসলাম : বেশীরভাগ শিশু যারা ক্যান্সারে ভুগে থাকে তার জন্য দায়ী থাকে জীবনযাপনের ধারা। যেমন- অভিভাবকের পেশা, প্রজননের ক্ষমতার ইতিহাস, অভিভাবকের ধূমপানের অভ্যাস, গর্ভকালীন মায়ের খাদ্যাভ্যাস, শিশুটির খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধারা ইত্যাদি। কিন্তু শিশুদের ক্যান্সার রোগটি খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব সাধারণ কিছু পরিবর্তনে। ডাক্তারদের মতে প্রতিটি অভিভাবকেরই উচিত নিজের শিশু সন্তানটিকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগটির হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ নেয়া।

১) খাদ্যাভ্যাস
শিশুদের ছোটবেলা থেকেই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। তাজা ফল, শাক-সবজি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তাদের দেহে গড়ে উঠবে সাধারণ প্রতিরোধ ক্ষমতা।
২) পরিমিত শারীরিক পরিশ্রম
একেবারে ছোটবেলা থেকেই নিজের সন্তানকে শারীরিক পরিশ্রমের ব্যাপারে আগ্রহী করে তুলুন। শারীরিক পরিশ্রম ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। ছোটবেলা থেকেই নিজের শিশুকে ছোটোখাটো কাজ করতে দিয়ে এবং খেলাধূলার মাত্রা বাড়িয়ে শারীরিক পরিশ্রমের ব্যাপারে আগ্রহী করে তুলুন।
৩) শিশুর ওজন নিয়ন্ত্রণে রাখুন
শিশুকাল থেকেই অনেক বেশি ওজন থাকা এবং ওজন নিয়ন্ত্রণের অভ্যাস না থাকা ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তোলে। শিশুটিকে তার পছন্দের ফ্যাট জাতীয় খাবার খাওয়া কমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য তৈরি করে তুলতে হবে। এছাড়াও শারীরিক পরিশ্রম করিয়ে হলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪) আলট্রা ভায়োলেট রশ্মি থেকে দূরে রাখুন
সরাসরি সূর্যের আলোতে বেশিক্ষণ ঘোরাফেরার ব্যাপারে কড়া নজরদারি করুন।
৫) ধূমপান ও মদ্যপান
অভিভাবককে নিজের এই বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। নতুবা আপনার মাধ্যমেও শিশুটি আক্রান্ত হতে পারে ক্যান্সারে। এছাড়াও তারা আপনাকে দেখে শিখে নিতে পারে এই বাজে অভ্যাসগুলো। সুতরাং সাবধান।
৬) বাড়িয়ে তুলুন শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা
যেসকল খাবার দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সে সকল খাবার প্রতিদিন পরিমিত পরিমাণে শিশুকে খেতে দিন এবং তার অভ্যাস গড়ে তুলুন।
৭) কার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন
ছেলে শিশুর বয়স ১২ এবং মেয়ে শিশুর বয়স ১১ হলে এই ভ্যাকসিনটি দিয়ে ফেলার চেষ্টা করুন। কার্ভিক্স এবং গারডাসিল নামক দুই ধরণের ভ্যাকসিন ৬ মাসে ৩ টি ডোজে পূরণ হয়।
৮) হেপাটাইটিস বি ভ্যাকসিন
হেপাটাইটিস বি থেকে লিভার ক্যান্সার হয়, তাই ছোটোকালেই এই ভ্যাকসিনটি দিয়ে হেপাটাইটিস বি রোগ ও ক্যান্সারের হাত থেকে শিশুকে রক্ষা করুন।

Tuesday, February 17, 2015

রুবেলের জন্য হ্যাপির শুভকামনা

Image result for রুবেলের জন্য হ্যাপির

 রুবেলের জন্য শুভকামনা জানালের হ্যাপি।

ক্যাটরিনার প্রেমে মজেছেন টাইগার!


অভিনেতা টাইগার শ্রফ বলিউডে নিজেকে আত্মপ্রকাশ করেছেন ‘হিরোপান্টি’ ছবি দিয়ে। ছবিতে দারুন অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন এ অভিনেতা। কিন্তু মজার বিষয় হলো নতুন এই অভিনেতা কিনা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছেন। আসলে তিনি ক্যাটরিনার সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে বলেছেন ক্যাটরিনাকে দারুণ ভালো লাগে। তিনি মনে করেন ক্যাটরিনার সঙ্গে অভিনয় করলে তিনি অনেক কিছুই শিখতে পারবেন। টাইগার সবসময়ই ক্যাটরিনার প্রশংসা করেন। তিনি আরও মনে করেন ক্যাটরিনা যথেষ্ট প্রতিভাবান, বিশেষ করে নাচের ক্ষেত্রটিতে। টাইগার নিজেও নাচে দারুণ পারদর্শী এবং ক্যাটরিনা যে প্রতিটি পারফর্মেন্সই দারুণভাবে করে, তা টাইগারকে অনেক মুগ্ধ করে। এমনও শোনা যাচ্ছে, টাইগার তার সিনেমার জন্য পরিচালকদের কাছে প্রস্তাব করছেন ক্যাটরিনাকে নেয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ধুম থ্রি’ সিনেমায় টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ অভিনয় করলেও জ্যাকি শ্রফ ও ক্যাটরিনা দুইজনকে একই স্ক্রিন শেয়ার করতে হয়নি।

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Image result for মৃত্যু
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার,পাটগাঁও পুরাতন সেন্টার নামক স্থানে দেড় বছরের শিশু উর্মি আকতার টিউবওয়েরের গর্তের পানিতে ডুবে
যায়। গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা য়ায়, উপজেলার, পাটগাঁও পুরাতন সেন্টার মোঃ আলমের দেড় বছরের শিশু উর্মি আকতার গতকালটিউবওয়েরের গর্তের পানিতে ডুবে যায় ।এসময় স্থানীয়রা উদ্ধার তাকে রানীশংকৈল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় ।তরে অভিভাবকদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগে ১ ঘণ্টা অপেক্ষা তার মৃত্যু হয় ।চিকিৎসক না পাওয়ায় উর্মির মৃত্যু হয়।

মেয়েদের সাথে যে ৮টি নিষ্ঠুর কাজ করে পুরুষরা


মেয়েদের সাথে যে ৮টি নিষ্ঠুর কাজ করে পুরুষরা
তিনি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঝগড়া হলেও, পর মুহূর্তেই তাকে মিস করতে শুরু করেন। কিন্তু জানেন কি আপনার অজান্তেই কিছু এমন কাজ আপনার ভালোবাসার পুরুষটি করে থাকেন, যা নষ্ট করে দিতে পারে আপনাদের সম্পর্ক? কী সেই সব আচরণ? একবার চোখ বুলিয়ে নিন--- খবর টাইমস অব ইন্ডিয়া’র। ইগো! : শব্দটা ছোট হলেও, এর প্রভাব সুদূরপ্রসারি। কখনও খেয়াল করে দেখেছেন কি আপনি ডান দিকে যেতে বললে তিনি অবধারিতভাবে আগে বাঁ-দিকেই যান? কিংবা কোনও ভুল রাস্তায় ঢুকে পড়েছেন জেনেও তা স্বীকার না করা? হ্যাঁ, এই সবই মেল ইগোর লক্ষণ। সিলেক্টিভ মেমরি : অর্থাত্‍‌ তাদের যে কথাটা কাজের মনে হয়, শুধু সেটুকুই মনে রাখেন। বাকি সব যায় মস্তিষ্কের ট্র্যাশ বক্সে। প্রিয় ফুটবল টিমের খেলা কবে কোন চ্যানেলে আছে, বা কবে কোন মাঠে লারা ছক্কা হাঁকিয়েছিলেন কার বলে.... সব বলে দিতে পারবেন নাগাড়ে। কিন্তু আপনাদের অ্যানিভার্সারি? আরে কাজের ব্যবস্ততায় অত তারিখ মনে রাখা সম্ভব নাকি! ওগলিং! : পুরুষদের চোখ যে মাঝে মধ্যেই পাশে বা সামনে বসে থাকা নারীর (প্রকাশ অযোগ্য) দিকে চলে যায়, এ কথা আর লুকানোর নয়। কিন্তু তারা একটা কথা মাথাতেই রাখেন না, তাদের এই অভ্যেস যে কোনও নারীর কাছেই বিরক্তিকর এবং অপমানজনক। অত্যধিক পজেসিভ : ভালোবাসা ভালো... কিন্তু সেই ভালোবাসায় যদি দম বন্ধ হয়ে আসে, তখন? হ্যাঁ, এমন অনেক পুরুষই আছেন, যারা ভালোবাসার নামে পজেসিভনেসের সব সীমা ছাড়িয়ে যান। এমনকি তাদের কোনওভাবে বোঝানোর চেষ্টাও হয় বৃথা। হিপোক্রিট! : প্রেম করার সময়ে সঙ্গে চাই সব থেকে স্মার্ট অ্যান্ড হ্যাপেনিং মেয়েকে। আত্মবিশ্বাসী, উদারমনস্ক এবং অবশ্যই সাহসী মেয়ে ছাড়া প্রেম করার কথা ভাবতেই পারেন না। কিন্তু বিয়ের সময়ে তাদের পছন্দ ১৮০ ডিগ্রি ঘুরে যায়। তখন চাই ঘরোয়া, সুশীলা ও সুগৃহিনী হওয়ার সব রকম লক্ষণ থাকা আদর্শ নারী। অত্যধিক কেয়ারিং! : উফ, ভালোবাসায় একেবারে গদ গদ! আপনাকে প্রতি মুহূর্তে চোখে হারান। পাঁচ মিনিট অন্তর অন্তর আপনাকে ফোন বা টেক্স করে খোঁজ নেন। মাঝে মাঝে হয়তো আপনিও ভুলে যান, তিনি আপনার বয়ফ্রেন্ড বা স্বামী নাকি সিআইডি! তিনিই সুপারম্যান : তিনি পারেন না, এমন কোনও কাজ নেই। কিন্তু বাস্তবটা তারা বুঝতে চান না যে পৃথিবীর সব কাজ তাদের একার পক্ষে করা অসম্ভব। বুঝতে পারবেনই বা কী করে। একটা বড় ইগো যে তাদের মাথার মধ্যে বাসা বেঁধে আছে। মেয়েদের ইমোশন বস্তাপচা : হ্যাঁ, মুখে না বললেও আচার আচরণে তারা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেন যে মহিলারা কেবলমাত্র নিজেদের ইমোশনাল ব্যাগেজ সঙ্গে নিয়ে ঘোরেন। যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা করার কোনও ক্ষমতাই নেই নারীকুলের!