Thursday, February 19, 2015

সীমানা পেরনো সুরের সম্মানে রুনা লায়লা


সীমানা পেরনো সুরের সম্মানে রুনা লায়লা

ইস্টিশনের রেলগাড়িটা যে ঘড়ির কাঁটা মাইপ্যা চলে তা তাঁর কণ্ঠেই জেনেছে দেশের সংগীতপ্রেমীরা ৷ তিনদিন বন্ধুর বাড়িতে গিয়েও দেখা না হওয়ার আফশোষ যে মুহূর্তে আর্ত রিনিরিনি হয়ে উড়ে গেছে, তখনও উচ্ছ্বল তাঁর কণ্ঠ জানিয়ে দিয়েছে, ‘ও মেরে বাবু ছ্যায়ল ছবিলা ম্যায় তো নাচুঙ্গি’ সহ আরও অনেক হিন্দি গান ৷ তাঁর কণ্ঠের বৈচিত্র কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ তথা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গীতপ্রেমীকে এনে হাজির করে এক আনন্দের জায়গায় ৷ আর তিনি রুনা লায়লা ৷ আর ভারতের চতুর্থ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে তাঁকে দেওয়া হয়েছে ‘সুরশ্রী’ সম্মান ৷
মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চও ভাসল তাঁর সুরের মোহনায় ৷ একের পর এক গানে মাতিয়েছেন তিনি ৷ কখনও ‘ও লাল মেরি’ তো আবার কখনও আবার ‘সাধের লাউ’- ভরা নজরুল মঞ্চ তাঁর সুরের মেতে উঠেছিল ।
এদিন তাঁর হাতে সম্মান তুলে দিলেন জুন মালিয়া, পণ্ডিত তন্ময় বোস এবং সৃজিত মুখোপাধ্যায় ৷
এছাড়াও এই আসরে অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হল গায়ক-সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়কে ৷ বাংলা অধুনিক গানের ভাষা ও আঙ্গিক বদলে তিনি ছিলেন পুরোধা ৷ মির্চি অ্যাওয়ার্ড এদিন তাঁকে সম্মান জানিয়ে কুর্ণিশ জানাল বাংলা আধুনিক গানের সমৃদ্ধ ধারাকেই ৷

0 comments:

Post a Comment

Welcome