Friday, April 24, 2015

বগুড়ায় আম কুঁড়াতে গিয়ে খালা-ভাগিনীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার মালশন গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে খালা ও ভাগিনীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে নিহতরা হলেন মালশন গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা বেগম (৩৫) ও বোনের মেয়ে বৈশাখী (১০)।
জানা গেছে, বগুড়ার আগমদিঘি উপজেলার মালশন গ্রামের দক্ষিণ-পশ্চিম মাঠে অবস্থিত গভীর নলকুপের বিদ্যুতের তার মঙ্গলবার রাতের ঝড়ে ছিঁড়ে ধানের জমিতে পড়ে থাকে। গত বুধবার বিকাল ৫টার পর পরিবারের সকলের অজান্তে বৈশাখী (১০) নামের এক শিশু কন্যা ঝড়ে পড়া আম কুড়াতে ওই স্থানে যায় এবং বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। পরিবারের সদস্যরা সন্ধ্যার পরও বৈশাখীকে না পেয়ে তার খালা হেনা বেগম খুঁজতে বের হয়।
একপর্যায়ে উল্লেখিত স্থানে বৈশাখীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যায়। এতে সেও বিদ্যুতের তারে জড়িয়ে একই ভাবে মারা যায়। ঘটনাটি জানাজানি হলে রাতে এলাকাবাসি তাদের লাশ উদ্ধার করে। মৃত বৈশাখী নওগাঁর বালুভরা গ্রামের আবুল কাসেম ওরফে বেলকাসেমের মেয়ে। বৈশাখীর মা প্রবাসে এবং বাবা ঢাকায় থাকার কারণে সে মালশন গ্রামে মামা মামুনের বাড়ীতে বসবাস করছিল।
বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, ঝড়ের মুখে আম কুঁড়াতে যাওয়া ভাগিনী বৈশাখী ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে খালা হেনা বেগমও বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

'বিশ্বের সবচেয়ে সুন্দর নারী সান্দ্রা বুলক'

সৌন্দর্যের সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন। কোন জিনিস কারও কাছে অতি সুন্দর হলেও অন্যের কাছে তা নাও হতে পারে। তবে মৌলিক কিছু জায়গায় সবাই মোটামুটি এক। মানুষের ক্ষেত্রে সৌন্দর্য শুধু রূপেই নয়, সৌন্দর্য ফুটে ওঠে ব্যক্তিত্বে, কথায়, বুদ্ধিমত্ত্বায়। আর তাই বিশ্বের তামাম গ্লামারকুইনদের পেছনে ফেলে চলতি বছর 'বিশ্বের সবচেয়ে সুন্দর নারী' হিসেবে উঠে এলো ৫০ বছর বয়সী হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক।

পিপলস ম্যাগাজিনের দৃষ্টিতে তিনি 'ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ওমেন ২০১৫' নির্বাচিত হয়েছেন।
ই-অনলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বুলকের এ খবর এনবিসি চ্যানেলের 'টুডে' অনুষ্ঠানে ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় বুলক নিজেও বিষ্মিত। এ সম্পর্কে বুলক বলেন, 'না, সত্যি! এটা সত্যিই হাস্যকর। আমি এটা কাউকে বলিনি।'
৫০ বছর বয়সি এবং পাঁচ বছর বয়সি সন্তানের জননী সান্দ্রা বুলকের কাছে সুন্দর মানে কী জানতে চাইলে তিনি বলেন, 'আসল সৌন্দর্য সুপ্ত। বিশেষ করে এই শহরে এটি খুব স্বাভাবিক যে কেউ বলছে, ওহ! আমি তার মতো হতে চাই। কিন্তু না, একজন ভালো ব্যক্তি হোন, একজন ভালো মা হোন এবং ভালো কাজ করুন। কিন্তু দুঃখের বিষয়, এগুলো নিয়ে কেউ ভাবে না। সবাই তাদের পছন্দের মানুষের মতো হওয়া নিয়ে ব্যস্ত।'
তিনি বলেন, 'আসল সুন্দর তিনি যে অন্যের মতো হওয়ার চেষ্টা করে না। অথাৎ যার মধ্যে অনুকরণ করার প্রবণতা নেই।'

ভারতে এবার থানায় মডেল ধর্ষণ

ক্রাইম নিউজ প্রতিনিধিঃ জোরপূর্বক থানায় তুলে নিয়ে গিয়ে এক মডেলকে ধর্ষণের দায়ে ভারতে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার মুম্বাইয়ে তাদের আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, মঙ্গলবার ২৯ বছর বয়সী ওই মডেল মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ধর্ষণের বিষয়টি জানান। এরপরই তাকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান কমিশনার। রাকেশ মারিয়ার সঙ্গে কথা বলার সময় ওই মডেল অভিযোগ করেন, একটি ছায়াছবিতে অভিনয়ের জন্য গত ৩ এপ্রিল মুম্বাইয়ে এক ফাইভ স্টার হোটেলে তিনি অডিশন দিতে গিয়েছিলেন। অডিশন শেষে বাইরে আসামাত্র পুলিশের একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়িতে উঠতে রাজি না হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয় ওই মডেলকে।

শ্রীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ছেলে হাসপাতালে

Image result for হত্যাশ্রীপুর উপজেলার আতলড়া কাচারিপাড়া গ্রামে মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন মৃত আমির উদ্দিনের স্ত্রী হাছিনা ওরফে হাছুনী বিবি (৫০) ও মেয়ে আরিফা খাতুন (১৮)। মুমূর্ষু অবস্থায় ছেলে শাহজাহান মিয়াকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ক
রা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রহ্লাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মা হাছুনি বিবি, তার মেয়ে আরিফা ও ছেলে শাহজাহান মিয়া একই ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের নড়বড়ে দরজা খুলে ভিতরে ঢুকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। নিহত আরিফার ভাই মুজিবুর রহমান জানান, তার মা, বোন ও ভাই একই ঘরে থাকতেন। তিনি পাশের একটি ঘরে ছিলেন। রাত ২টার দিকে গোঙ্গানির শব্দে তার ঘুম ভাঙে। তিনি ঘর থেকে বেরিয়ে তার মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মা ও বোনকে ঘরের মেঝেতে ও ভাইকে ছোট চৌকির ওপর রক্তাক্ত জখম দেখতে পান। পরে তিনি প্রতিবেশী চাচিকে ডেকে তোলেন। প্রতিবেশী স্কুল শিক্ষিকা শামীমা আক্তার বলেন, তার স্বামী আনোয়ার হোসেনসহ এলাকার আরও লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। পরে তাদের গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মেয়ে আরিফাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মা হাছুনী বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শাহজাহানের প্রচণ্ড খিঁচুনীসহ মাথার মগজ আংশিক বেরিয়ে গেছে। আরিফার চাচাতো বোন মার্জিয়া আক্তার বলেন, দুর্বৃত্তরা আরিফাকে ধর্ষণের চেষ্টা করেছে অথবা ধর্ষণের পর হত্যা করেছে। সে স্থানীয় ধলাদিয়া কলেজ খেকে ২০১৪ সনে এইচএসসি পাস করে। টাকার অভাবে ডিগ্রিতে ভর্তি হতে পারেনি। এক মাস যাবৎ গ্রামের ১২ জন শিশুকে প্রাইভেট পড়াচ্ছে। আরেক ভাই মুজিবুর রহমান স্থানীয় নেসলে কারখানার শ্রমিক। শ্রীপুর থানার ওসি মোতালেব মিয়া জানান, একদল দুর্বৃত্ত ওই এলাকার মৃত আমির উদ্দিনের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এক বিছানায় থাকা মা-মেয়ে ও অপর বিছানায় থাকা ছেলেকে কুপিয়ে হতাহত করে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ছাত্রীকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা দেখে ফেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Saturday, April 11, 2015

বৈশাখি সাজে নানান-পোশাক


ক্রাইম নি উজ প্রতিনিধি : সাদা-লাল পাড়ের শাড়ির ঐতিহ্য ধরে রেখে বর্ষবরণের পোশাকে এখন এসেছে ভিন্নতা। লাল-সাদার পাশাপাশি বৈশাখ আয়োজনে স্থান করে নিয়েছে আরও কিছু রং।

বাংলা বছরের প্রথম দিন বরণ করে নিতে এদেশের মানুষের প্রস্তুতির শেষ নেই। মেয়েরা সাদা শাড়ি-লাল পাড়ে নিজেকে কতটা আকর্ষণীয় করে তোলা যায় সে প্রস্তুতি শুরু করেছে। পাঞ্জাবিতে নিজেদের ভিন্নভাবে ফুটিয়ে তুলতে ছেলেরাও পিছিয়ে নেই।
এ বছরের বর্ষ বরণে পোশাকের ধরন নিয়ে দেশীয় ফ্যাশন ঘর ‘সাদা-কালো’র কর্ণধার তাহসীনা শাহীন বলেন, “বৈশাখ হল সাম্প্রদায়িকতা বিহীন একটি উৎসব। এটি বাঙালির একমাত্র প্রাণের উৎসব যেখানে ধর্ম, বর্ণ ভেদাভেদ ছাড়াই সবাই একসঙ্গে জড়ো হয় নতুন একটি বছর বরণ করে নিতে। আর এই দিন বরণ করতে সাদা-লাল রং-ই বেছে নিয়ে থাকে সবাই।”
“প্রতিটি নারীর জন্য শাড়িই হল সব থেকে সুন্দর পোশাক। তবে শাড়ি ছাড়াও এখন অনেকেই ফতুয়া, কুর্তি বা সিঙ্গেল কামিজ বেছে নিচ্ছেন বৈশাখের পোশাক হিসেবে। তাছাড়া সালোয়ার-কামিজ তো আছেই।” বলেন শাহীন।

আর সবার চাহিদার কথা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলোও সেই অনুযায়ী পোশাকের পসরা সাজিয়েছে তাদের বিক্রয়কেন্দ্রগুলোতে। শুধু নামিদামী ফ্যাশন হাউজগুলোই নয়, ছোটখাটো দোকানগুলোও বৈশাখকে কেন্দ্র করে তাদের আয়োজন সাজিয়েছেন।
বৈশাখের তীব্র রোদ আর গরমের বিষয়টি মাথায় রেখে ফ্যাশন ঘরগুলো পোশাক তৈরির ক্ষেত্রে সুতি কাপড়ই বেশি প্রাধান্য দিয়েছে। সুতি ছাড়া লিলেন, ক্রেপ জরজেট, সফট জরজেট, হাফ সিল্ক ইত্যাদি কাপড়ও ব্যবহার করা হয়েছে পোশাকে।
শাহীন জানান, এবারের বৈশাখ বরণের পোশাকে সব থেকে বেশি চলছে বিভিন্ন ধরনের প্রিন্টের পোশাক। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, বাটিক, সাধারণ প্রিন্ট ইত্যাদি প্রিন্টের জনপ্রিয়তা এবার বেশি। তাছাড়া অ্যাপলিক, হাতের কাজ ইত্যাদি তো আছেই।
শাহিন বলেন, “প্রতিবারই বসন্তের সাজের সঙ্গে মাটির গয়না বেশি পরে থাকেন তরুণীরা। তবে আমার এবার মনে হচ্ছে কাপড়ের গয়না এবার বেশি দেখা যেতে পারে। আর সুতার গয়না, ঝুমকা এগুলো তো থাকছেই। তাছাড়া লাল-সাদার পাশাপাশি এবারের বৈশাখে সবুজ, কমলা, হলুদ ইত্যাদি উজ্জ্বল রংও দেখা যাবে।”
বৈশাখের সাজ

নতুন বাংলা বছরের প্রথম দিনে চাই মনেরমতো সাজ আর মাথায় গোঁজা বেলিফুলের মালা। তীব্র গরম আর ঘামের কথা ভেবে অনেকেই চিন্তিত থাকেন এই দিনের সাজপোশাক নিয়ে। কারণ সাজার পর যদি ঘেমে গিয়ে মেইকআপ নষ্ট হয়ে যায় তাহলে উৎসবের আনন্দ পুরোটাই মাটি।
তাই এ দিনের সাজ হওয়া চাই হালকা। এ বিষয়ে পরামর্শ দিলেন অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে।
তিনি বলেন বলেন, “বাংলা নববর্ষ স্বাগত জানাতে প্রাণের এই মেলায় লাল-সাদার প্রাধান্য দিয়ে চলে সাজের পালা। ভিড় জমে ছোট বড় সব শপিং সেন্টারগুলোতেই। পান্তা ইলিশ, লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবিতে সবাই নিজেকে নতুন করে সাজিয়ে তোলে। শাড়ি আর পছন্দের পোশাকের সঙ্গে নিজেকে আরও সুন্দর করে তুলতে কিছুটা সাজগোজ তো চাই। ”
দিনের মেইকআপ
শিবানী দে জানান, বৈশাখের দিনের এবং সন্ধ্যার মেইকআপ হবে ভিন্ন।
তিনি বলেন, “এ উৎসবের সাজ-পোশাকে থাকে বাঙালিয়ানার ছোঁয়া। সকালে রোদ থাকায় সাজটা হতে হবে স্নিগ্ধ। গাঢ় মেকআপ এ সময় একেবারেই বেমানান। আর গরমের কারণে সাজ হতে হবে ওয়াটার প্রুফ। যাতে ঘামে সাজ নষ্ট না হয়ে যায়।”

দিনের সাজের ক্ষেত্রে হালকা মেইকআপ বেছে নেওয়ার পরামর্শ দেন শিবানী দে।
মুখ ভালোভাবে পরিষ্কার করে চাইলে বরফ ঘষে নেওয়া যেতে পারে। এরপর অবশ্যই সানস্ক্রিন মেখে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে অল্প পরিমাণ ম্যাট ফাউন্ডেশন নিয়ে পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এর ওপরে সানস্ক্রিনযুক্ত ফেইস পাউডার দিয়ে নিতে হবে, এতে ফাউন্ডেশন ভালোভাবে সেট হবে।
পোশাকের রংয়ের সঙ্গে মানিয়ে আইশ্যাডো লাগিয়ে নিতে হবে। দিনের সাজে ম্যাট শ্যাডো ব্যবহার করলে ভালো দেখাবে। আর লক্ষ রাখতে হবে যেন শ্যাডোর প্রতিটি শেইড ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়।
এদিনে কিছুটা টেনে মোটা করে কাজল বা আইলাইনার ব্যবহার করা যেতে পারে। বর্তমানে পোশাকের রংয়ের সঙ্গে মিল রেখে বিভিন্ন রংয়ের কাজল পেন্সিল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চাইলে বিভিন্ন রংয়ের কাজলও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে কাজলটি যেন বেমানান না লাগে।
সবশেষে হালকা করে মাসকারা দিয়ে চোখের সাজ শেষ করতে হবে। আর অবশ্যই ওয়াটার প্রুফ মাসকারা ও আইলাইনার ব্যবহার করতে হবে।
লিপস্টিক লাগানোর আগে প্রথমেই একই রংয়ের লিপ লাইনার দিয়ে ঠোঁট সুন্দর করে এঁকে নিয়ে লিপস্টিক দিয়ে ভরাট করে নিতে হবে।
চুলের স্টাইল নির্ভর করবে পোশাকের ওপর। শাড়ির সঙ্গে পুরো চুল একপাশে রেখে খোঁপা করে তাতে বেশি করে বেলিফুলের মালা জড়িয়ে নেওয়া যেতে পারে। যাদের লম্বা চুল তারা লম্বা বেণি করে বেলি ফুলের মালা পেঁচিয়ে নিতে পারে। যাদের চুল ছোট তারা ক্লিপ দিয়ে চুল আটকিয়ে ফুল লাগাতে পারেন।
সালোয়ার-কামিজের সঙ্গে চুল স্ট্রেইট বা কার্ল করে ছেড়ে রাখা যেতে পারে। আবার চাইলে খোঁপা, বেণি বা পনিটেইল ইত্যাদি স্টাইলও করা যেতে পারে। সঙ্গে যোগ করা যায় ফুলের মালা।
কপালে বড় টিপ, হাত ভর্তি কাঁচের চুড়ি, গলায় পুঁতির মালা, অক্সিডাইজ, মুক্তার গয়না আর পায়ে হালকা পায়েল পরলেই বৈশাখি সাজ পূর্ণতা পাবে।
সন্ধ্যার মেইকআপ
সন্ধ্যায় মেইকআপের শুরুতে মুখে একটু বরফ ঘষে নিতে হবে। ফাউন্ডেশন দিয়ে মুখ, গলা, ঘাড়ে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে নিয়ে মুখের বাড়তি খুঁত ঢাকতে কনসিলার ব্যবহার করা যেতে পারে। এরপর ফেইসপাউডার দিয়ে ফাউন্ডেশন বসিয়ে নিতে হবে।

পোশাকের রংয়ের সঙ্গে মানিয়ে চোখে আইশ্যাডো লাগাতে হবে। রাতের সাজে চোখে গাঢ় মেইকআপ বেশি মানানসই। পোশাকের রংয়ে বা সম্পূর্ণ ভিন্ন রং কন্ট্রাস্ট আই শ্যাডোর সঙ্গে নীল, সবুজ, সোনালি বা রূপালি যে কোনো রংয়ের আইলাইনার ব্যবহার করা যেতে পারে। পাপড়িতে ঘন করে কয়েক কোট মাশকারা লাগিয়ে নেওয়া যাবে। চোখের মেইকআপ গাঢ় হলে ন্যাচারাল, বাদামি, পিচ অথবা গোলাপি রংয়ের লিপস্টিক লাগালে ভালো লাগবে।
গালের চিক বোনের উপর কিছুটা ব্লাশ লাগিয়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কপালের আকার অনুযায়ী ছোট বা বড় টিপ পরা যেতে পারে।
সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে চুল বেঁধে নেওয়া যেতে পারে। আর ছেড়ে রাখতে চাইলে আয়রন, ব্লোডাই, স্পাইরাল ইত্যাদি স্টাইল করা যাবে। চুল বড় হলে লম্বা বেণি বা খোঁপা করে বিভিন্ন ফুল গুঁজে দেওয়া যেতে পারে।
বড় কানের দুল পরলে গলায় কিছু না পরলেও চলবে। তবে হাত ভরে পরা যায় বিভিন্ন রংয়ের চুড়ি।
বৈশাখের আগের প্রস্তুতি

দুই তিন দিন আগে থেকে ফেইশল, স্কিন পলিশ, মেনিকিওর, পেডিকিওর করে নিলে ভালো। চুলের জন্য প্রোটিন প্যাক ব্যবহার করুন। এতে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ফ্রেস দেখাবে আর চুল ও ঝলমল করবে।
সব শেষে শিবানী দে কিছু সাধারণ বিষয় লক্ষ রাখার পরামর্শ দিলেন।

আগের রাতেই সব প্রসাধনী সামগ্রী জোগাড় করে হাতের কাছে রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠেই গোসল করে তৈরি হতে হবে। যেহেতু বাইরে তীব্র গরম তাই ফাউন্ডেশন বা প্যান কেক যাই ব্যবহার করা হোক সেটা যেন ওয়াটার প্রুফ হয় সেদিকে লক্ষ রাখতে হবে। অবশ্যই মেইকআপের আগে সানস্ক্রিন লোশন ও সানস্ক্রিনযুক্ত পাউডার ব্যবহার করতে হবে।
মুখে, গলায়, ঘাড়ে, পিঠে ও হাতেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে ত্বকের ক্ষতি কম হবে। আর সঙ্গে একটি রঙিন ছাতা, ছোটপাখা ও এক বোতল পানি রাখা উচিত।

Friday, April 10, 2015

বিয়ে করলেন জাতীয় দলের স্ট্রাইকার ওয়াহেদ

Wedding-Walima-Ceremony-Md-Wahed-Ahmed-Shehnaaz-SaliquePriya-at-Sunsire-Community-Centre-Pathantula-Sylhet-520150410005653 
 ক্রাইম নিউজ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার সিলেটের ছেলে ওয়াহেদ আহমেদ অবশেষে বিয়ে করলেন। দুই পরিবারের সম্মতিতে ওয়াহেদ আহমেদের সঙ্গে লন্ডন প্রবাসী শেহনাজ আহমেদ প্রিয়ার আংটি বদল হয়েছিল মাস ছয়েক আগে। গতকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে ঘরে তুলেছেন ওয়াহেদ।
সিলেট শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে ওয়াহেদ-প্রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। ওয়াহেদ-প্রিয়ার চার হাত এক করে দেয়ার নেপথ্যে ছিল ফেসবুক। এক কথায় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটিই তাদের বিয়ের ‘ঘটক’। ফেসবুকেই তাদের পরিচয়। তারপর ভালোলাগা, ভালোবাসা এবং যার পরিণতি পরস্পরকে জীবনসঙ্গী করে নেয়া।
প্রিয়ার জন্ম ইংল্যান্ডে। তবে তার বাপ-দাদার বাড়ী ওয়াহেদেরই বাড়ীর পাশে-সিলেটের তাজপুরে। গত বছর জুনে প্রিয়া বাংলাদেশে এলে সিলেট শহরের একটি রেস্তোরাঁয় দু’জনের প্রথম সাক্ষাত হয়। আনুষ্ঠানিকতা সারতে গত ২৬ মার্চ বাংলাদেশে এসেছেন লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা করা শেহনাজ আহমেদ প্রিয়া। নতুন জীবন শুরু করে সবার দোয়া চেয়েছেন ওয়াহেদ।

ওয়াহেদের বিয়েতে তার নিকটজন ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। তবে বর্তমানে বি-লীগের খেলা চলার কারনে সতীর্থ অনেকেই যোগ দিতে পারেননি তার বিয়েতে।

আজব এক ভাসমান গ্রাম

গ্রামটি ভাসমান, তবে এমন এক জায়গা যেখানে কেউ ডাঙায় পা দেয় না।  জলের দুনিয়ায় আপনাকে স্বাগত।  যেখানকার বাসিন্দারা কখনো ডাঙায় পা দেননি।

গ্রামের নাম সান্তাদু।  চীনের নিঙদে শহর থেকে ৩০ কিমি দূরে গ্রামটি।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ফুজিয়ান প্রদেশের এই গ্রামটা জাপানি বোমার আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছিল।

গোদের ওপর বিষফোঁড়ার মত জলের তোড়ে ভেসে গিয়েছিল গ্রাম।  কিন্তু জীবন ভারী অদ্ভুত, সৃষ্টিও ভারী অবাক করা।  ধ্বংসের মধ্যেও তৈরি হলো আশ্চর্য এক গ্রাম, যা শুধু ভেসে থাকে জলের ওপর।

বাঁশ, ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নতুন গ্রাম গড়লেন বাসিন্দারা।  গ্রামে কাঠের তৈরি অনেক বাড়ি আছে, রেস্তোরাঁ আছে, একটা থানাও আছে।  কিন্তু সবগুলোই শুধু ভেসে থাকে।  কাঠের বাড়িগুলোর মধ্যে এমনভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যে, ভেসে থাকাটা সহজ হয়।

মাছ ধরাই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা।  প্রকৃতিও একেবারে ঢেলে দিয়েছে এই গ্রামকে।  চিংড়ি, কুচো চিংড়ি, গলদা চিংড়ি থেকে শুরু করে নানা ধরনের মাছ আছে এই গ্রামের জলের তলায়।

এখান থেকেই পাওয়া যায় চীনের সেরা 'সি ফুড'।  মনের আনন্দে এখানকার বাসিন্দারা দিনভর মাছ ধরে বেড়ান।  আর রাতে ভাসমান গ্রামে চলে উত্‍সব। তখন দূর থেকে ভারী অদ্ভূত দেখায় এই গ্রামকে।

মনে হয় যেন প্রতিকূলতাকে অন্ধকারে রেখে আলোয় ভেসে চলছে উত্‍সব। প্রকৃতির রোষানলে মানুষকে পড়তে হয় মাঝেমধ্যেই।  তবু তার মোকাবেলা করেই বেঁচে থাকে মানুষ।  যেমন বেঁচে আছে সান্তাদু গ্রাম।  বেঁচে আছে ভেসে থেকেই।  আছে বেঁচে থাকার পণ নিয়ে কিছু মানুষের চোয়ালচাপা লড়াই ।

Monday, April 6, 2015

সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়া গেল

ক্রাইম নিউজ প্রতিনিধি : সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়াগেল। যেটি কুরআনে বর্ণিত আদ  জাতির অস্তিত্বের প্রমান সৌদি আরবে রব-উল-খালিতে প্রপ্ত ১0মিটার বা ৩১.৮০ ফুট ... লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছে সে দেশের আলেম সমাজ।২০০৪ সালে বহ...ুজাতিক জ্বালানি কোম্পানি "আরামকো" গ্যাস অনুসন্ধানেরসময় কঙ্কালটি ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমানগুলো খোজ পায়। জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ার উপর নিষ েধাজ্ঞা আরোপ করলেও সম্পতি সৌদি সামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেই দুলর্ভ ছবিগুলো একটু দেখুন। সৌদি আরবের আলেমদেরমতে ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ। পবিত্র কুরআনে এবং অন্যান সূত্রেবলা হয়েছে আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্ত শক্তিশালী । তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়েফেলতে পারত। আধুনিক ইতিহাসে যেখানে দীঘতম মানুষটির দৈঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট(২.৭৪ মিটার)। সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতার প্রমাধবাহী। পবিত্র কুরআনের সূরা শু'আরায় এই হুদ জাতিকে নিয়ে অনেক আয়াত নাযিল হয়েছে আল্লাহ কুরআনে বলেন "আল্লাহ এত বিশাল আকৃতির মানুষ আরকখনো পাঠাননি "এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাই লাইক দিয়ে শেয়ার করুণ এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন

Saturday, April 4, 2015

নগ্ন ছবি প্রকাশ করে ১৮ বছরের কারাদণ্ড

নগ্ন ছবি প্রকাশ করে ১৮ বছরের কারাদণ্ড
ক্রাইম নিউজ প্রতিনিধি : বিনা অনুমতিতে নারী-পুরুষের নগ্ন ছবি প্রকাশ এবং তা নিয়ে চাঁদাবাজির অপরাধে যুক্তরাষ্ট্রে এক তরুণের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে।

দেশটির ইতিহাসে এ ধরনের সাইবার অপরাধে এমন শাস্তির ঘটনা এই প্রথম। শুক্রবার যুগান্তকারী এই মামলার রায় দেয় সান ডিয়েগোর একটি আদালত।

খবর এএফপির।

২৮ বছর বয়সী ওই তরুণের নাম কেভিন বোলায়ের্ট। একটি 'রিভেঞ্জ পর্ন' ওয়েবসাইটসহ একাধিক ওয়েবসাইটের মাধ্যমে হাজারো নারী-পুরুষের নগ্ন ছবি প্রকাশ এবং সেসব সরিয়ে নিতে চাঁদাবাজি করে আসছিলেন তিনি।

২০১২ সালের ডিসেম্বরে ‘ইউগটপোস্টেড ডটকম’ নামের ওয়েবসাইটটি চালু করেন কেভিন। এই সাইটে নারী ও পুরুষদের প্রায় ১০ হাজার নগ্ন ছবি পোস্ট করা হয়েছিল। এসব ছবি প্রকাশের ক্ষেত্রে কারও অনুমতি নেওয়া হয়নি।

এ ধরনের অন্যান্য সাইটে পাত্র-পাত্রীদের নাম-ধাম প্রকাশ করা না হলেও কেভিনের সাইটটিতে ছবির সঙ্গে পুরো নাম ও বয়সও প্রকাশ করা হতো। এমনকি পাত্র-পাত্রীরা কোন এলাকায় বসবাস করেন তাও উল্লেখ করা হতো। দেওয়া হতো ফেসবুক প্রোফাইলের লিংকও।

‘ইউগটপোস্টেড ডটকম’ সাইটটির পাশাপাশি 'চেঞ্জমাইরেপুটেশন ডটকম' নামে আরেকটি ওয়েবসাইট চালাতেন কেভিন। নগ্ন ছবি প্রকাশের শিকার হয়েছেন এমন নারী-পুরুষদের সেসব ছবি সরিয়ে ফেলতে সহায়তা করার টোপ দেওয়া হতো দ্বিতীয় ওয়েবসাইটটিতে।

'ইউগটপোস্টেড' থেকে ছবি সরিয়ে ফেলার জন্য প্রত্যেকে ব্যক্তির কাছ থেকে ৩৫০ ডলার করে আদায় করতেন কেভিন। মানুষের কাছ থেকে এভাবে হাজার হাজার ডলার আদায় করে নিয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কামালা হ্যারিস বলেছেন, সাইবার-হয়রানির কোনো ওয়েবসাইট পরিচালনার অপরাধে যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তির বিচারের ঘটনা এটাই প্রথম।

তিনি আরও বলেন, 'এই সাজা এটা স্পষ্ট করেছে যে, অনলাইনে কাউকে হয়রানি করে মুনাফা করতে চাইলে ভয়াবহ পরিণতি হবে'। আমরা চোখ-কান খোলা রাখব ও তদন্ত চালিয়ে যাব এবং যারা এসব ঘৃণ্য কাজ করছেন তাদের বিচার করব।’

সম্প্রতি বেশ কয়েকজন হলিউড তারকাসহ অনেক সেলিব্রেটিদের নগ্ন ছবি অনলাইনে প্রকাশ হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রে। গত মাসে হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিওনিস্কি টেড সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় সাইবার নিপীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হন।

বিল ক্লিনটনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দুনিয়াজুড়ে যে তোলপাড় হয়েছিল সেটাকে সাইবার হয়রানির অন্যতম প্রথম বড় ঘটনা এবং নিজেকে এর অন্যতম প্রথম শিকার হিসেবে উল্লেখ করেন মনিকা।

বক্তৃতায় তিনি আরও বলেন, ‘ইন্টারনেট অন্যের লজ্জা নিয়ে আমাদের আনন্দ পেতে এবং ব্যবসা করতে শিখিয়েছে।

বগুড়ায় ঝড়ের তাণ্ডবে পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু

বগুড়ায় ঝড়ের তাণ্ডবে পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু
ক্রাইম নিউজ প্রতিনিধি : শনিবার সন্ধ্যা ও রাতে বগুড়ায় ঝড়ের তাণ্ডবে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া শাজাহানপুর উপজেলার রাধানগর গ্রামে ফান্না মিয়া (৩২) নামের এক ব্যক্তির মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লে মারা যান।

ফান্না মিয়া ঝড়ের সময় ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফান্না মিয়ার বাবার নাম লুৎফর রহমান।

এদিকে ঝড়ে নির্মাণাধীন ভবনের ছাদে থাকা ইট পড়ে একই উপজেলার বামনিয়ার আকন্দ গ্রামের পায়েল (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়। তার বাবার নাম বাবলু মিয়া।

ফান্না মিয়া ও পায়েলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।

এ দিকে সদর উপজেলার বউ বাজার এলাকায় ঝড়ের সময় দেয়াল ধসে হাসিরন বেগম (৩৫) নামের এক নারী ও অজ্ঞাত এক শিশু মারা গেছে। এ ছাড়াও একই উপজেলার পালশা গ্রামে পলাশ (১৫) নামের আরেক কিশোরেরও মৃত্যু হয়েছে। তার বাবার নাম-আয়নুল হক।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় দেয়াল ধসে হাসিরন ও ওই শিশু গুরুতর আহত হয়। পরে তাদেরকে স্থানীয় শারমিন ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

হাসিরন ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্লিনিকের ডাক্তার শাজাহান আলী। এ ছাড়া সারিয়াকান্দিতে সুজন নামের এক চা বিক্রেতা ঝড়ের কবলে পড়ে মারা যান।

এছাড়াও ধুনট উপজেলার জোর শিমুল গ্রামে টিনের আঘাতে আফজাল হোসেন নামে একজন মারা গেছেন। আফজাল ঝড়ের সময় একটি দোকারে পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় আরেকটি দোকান ঘরের চালের টিন উড়ে এসে তার মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ছাড়াও ঝড়ের সময় বিভিন্নভাবে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে ১০ ও শাজাহানপুর উপজেলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঝড়ে ওই এলাকার প্রায় ৫০টি কাঁচা বাড়ি ধসে গেছে বলেও জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য রাশেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দুই পাশে ঝড়ে গাছ উপড়ে পড়ে অবরোধ সৃষ্টি হওয়ায় ধীর গতিতে যান চলাচল করছে।

অন্যদিকে নাটোর-বগুড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঝড়ে ফসেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়।

Wednesday, April 1, 2015

প্রবেশ পত্র না আশায় পরীক্ষা দিতে পারছে না ৫১ পরীক্ষার্থী

প্রতিনিধি ক্রাইম নিউজ: ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জ মাহতাবউদ্দীন ডিগ্রী কলেজের এবার ৫১ জন এইচ এস সি পরীক্ষার্থী প্রবেশ পত্র না আশায় তারা পরীক্ষা দিতে পারছে না।
প্রতি বছরই এই একই ধরণের ঘটনা ঘটে মাহতাবউদ্দীন ডিগ্রী কলেজে। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কলেজের শিক্ষক ও কেরাণীরা।
একে অন্যের দোষ দিয়ে পারপেয়ে যায়। কিন্তু ছাত্রদের কী হবে ? এটা কী কলেজ না অন্য কিছু ? সাধারণ ছাত্রদের কোন গুরুত্ব দেয় না শিক্ষক ও কেরাণীরা। অভিভাবক মহল অভিযোগ করে বলেন, আর কত অনিয়ম হবে এই কলেজে।

সাধারণ ছাত্রদের কাছ থেকেও ঘুষ নেয় কলেজ কর্তপহ্ম। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে কী হবে তাদের ভবিষ্যত। এই করুন অবস্থা দেখার কি কেউ নেই ?