Friday, August 21, 2015

ফরিদপুরে ৩ শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ!


ফরিদপুরের ভাংগা উপজেলায় ঘারুয়া ইউনিয়নের ডাংগার পাড় গ্রামের তিন কন্যা শিশুকে যৌন
হয়রানী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে জনৈক শিশুর পিতা বাদী হয়ে মামলা করলে ঘটনাটি সকলের মাঝে ছড়িয়ে পড়ে। তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনাটি ফাঁস হলে তোলপাড় শুরু হয়। ঘটনার সাথে জড়িত থাকার
বিষয়ে যাদের নাম ওঠে এসেছে তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানাগেছে। মামলা সূত্রে জানাগেছে,
ডাংগার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু ৩ আগষ্ট দুপুরে বৃষ্টির মধ্যে স্কুল থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে কাউসার শেখের দুই পুত্র আরিফ শেখ (১৮), শরীফ শেখ (২০) ও
কালিপদ সরকারের ছেলে উত্তম সরকার (২০) তাদের পথরোধ করে দাঁড়ায়। পরে জোরপূর্বক কালিপদ সরকারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তিন শিশুর উপর যৌন নিপিড়ন চালায়। পরে তিন শিশু তাদের পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানালে বিষয়টি নিয়ে মাতুব্বরদের দ্বারস্থ হন তারা। কিন্তু বিষয়টি ধামাপাচা দিতে তৎপরতা চালায় প্রভাবশালী একটি মহল। পরবর্তীতে তিন শিশুর পরিবারের
পক্ষ থেকে স্থানীয় মাতুব্বর ও মেম্বারকে চাপ দিলে তারা এর একটা বিহিত করবেন বলে আশ্বাস
প্রদান করেন। কিন্তু কয়েকদিন অতিবাহিত হবার পর প্রভাবশালী মহলের দ্বারা ম্যানেজ হবার কারনে গ্রাম্য মাতুব্বরেরা বিষয়টি নিয়ে আর কোন কথা বলবেন না বলে জানায়। একপ্রকার বাধ্য হয়েই এক কন্যা শিশুর পিতা ভাংগা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। মামলার পর নড়েচড়ে ওঠে পুলিশ। বখাটেদের আটকে অভিযান চালায় বিভিন্ন স্থানে। কিন্তু ৩ বখাটে আগে থেকেই পালিয়ে
যাওয়ায় তাদে ধরা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, তিন বখাটের বিরুদ্ধে এলাকায় আরো
অভিযোগ রয়েছে। তাদের নানা কুকর্র্র্র্র্র্মের কারনে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্যা জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। ছেলে তিনটি বখাটে
বলেও তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন। তিনি জানান, যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে
তাহলে অভিযুক্তদের কঠিন সাজা হওয়া উচিত। ভাংগা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম
বলেন, প্রাথমিক ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের আটকে.......................

0 comments:

Post a Comment

Welcome