Friday, April 24, 2015

শ্রীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ছেলে হাসপাতালে

Image result for হত্যাশ্রীপুর উপজেলার আতলড়া কাচারিপাড়া গ্রামে মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন মৃত আমির উদ্দিনের স্ত্রী হাছিনা ওরফে হাছুনী বিবি (৫০) ও মেয়ে আরিফা খাতুন (১৮)। মুমূর্ষু অবস্থায় ছেলে শাহজাহান মিয়াকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ক
রা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রহ্লাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ আকন্দ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মা হাছুনি বিবি, তার মেয়ে আরিফা ও ছেলে শাহজাহান মিয়া একই ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের নড়বড়ে দরজা খুলে ভিতরে ঢুকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। নিহত আরিফার ভাই মুজিবুর রহমান জানান, তার মা, বোন ও ভাই একই ঘরে থাকতেন। তিনি পাশের একটি ঘরে ছিলেন। রাত ২টার দিকে গোঙ্গানির শব্দে তার ঘুম ভাঙে। তিনি ঘর থেকে বেরিয়ে তার মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মা ও বোনকে ঘরের মেঝেতে ও ভাইকে ছোট চৌকির ওপর রক্তাক্ত জখম দেখতে পান। পরে তিনি প্রতিবেশী চাচিকে ডেকে তোলেন। প্রতিবেশী স্কুল শিক্ষিকা শামীমা আক্তার বলেন, তার স্বামী আনোয়ার হোসেনসহ এলাকার আরও লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। পরে তাদের গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মেয়ে আরিফাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মা হাছুনী বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শাহজাহানের প্রচণ্ড খিঁচুনীসহ মাথার মগজ আংশিক বেরিয়ে গেছে। আরিফার চাচাতো বোন মার্জিয়া আক্তার বলেন, দুর্বৃত্তরা আরিফাকে ধর্ষণের চেষ্টা করেছে অথবা ধর্ষণের পর হত্যা করেছে। সে স্থানীয় ধলাদিয়া কলেজ খেকে ২০১৪ সনে এইচএসসি পাস করে। টাকার অভাবে ডিগ্রিতে ভর্তি হতে পারেনি। এক মাস যাবৎ গ্রামের ১২ জন শিশুকে প্রাইভেট পড়াচ্ছে। আরেক ভাই মুজিবুর রহমান স্থানীয় নেসলে কারখানার শ্রমিক। শ্রীপুর থানার ওসি মোতালেব মিয়া জানান, একদল দুর্বৃত্ত ওই এলাকার মৃত আমির উদ্দিনের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এক বিছানায় থাকা মা-মেয়ে ও অপর বিছানায় থাকা ছেলেকে কুপিয়ে হতাহত করে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ছাত্রীকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা দেখে ফেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

0 comments:

Post a Comment

Welcome