Friday, March 13, 2015

আন্তর্জাতিক নাট্যোৎসবে আরণ্যকের ‘ভঙ্গবঙ্গ’

‘ভঙ্গবঙ্গ’ নাটকের একটি দৃশ্য

‘ভঙ্গবঙ্গ’ নাটকের একটি দৃশ্য

 নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হচ্ছে ‘দ্বিতীয় ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু করে উৎসবটি চলবে ২১ মার্চ পর্যন্ত। ১০ দিনের  এই আন্তর্জাতিক নাট্যোৎসবে ৪টি বিদেশী দল সহ স্থানীয় প্রায় ২৩টি দল অংশগ্রহণ করবে। ১২ মার্চ উদ্বোধনীর পর ১৩ তারিখ থেকে নাট্য মঞ্চায়ন শুরু হবে।

১৩ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘ভঙ্গবঙ্গ’। এটি আরণ্যক নাট্যদলের ৫৪তম প্রযোজনা  ।

নাটকটি লিখেছেন মামুনুর রশিদ আর নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। আরণ্যক সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে বেশ কিছুদিন পর নাটকটি আবার মঞ্চস্ত হচ্ছে।

নাটকটির কুশীলবরা হলেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাঈদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, কাজী আল আমিন, লায়লা বিলকিস ছবি, পার্থ চ্যাটাজি।

মঞ্চ পরিকল্পনায় রয়েছেন ফয়েজ জহির। আলোক  পরিকল্পনা করেছেন ফরিদউদ্দিন। পোশাক পরিকল্পনায় শামীমা শওকত । সঙ্গীত  পরিকল্পনায় পরিমল মজুমদার এবং  কোরিওগ্রাফি  স্নাতা শাহরিন

0 comments:

Post a Comment

Welcome