Friday, April 24, 2015

বগুড়ায় আম কুঁড়াতে গিয়ে খালা-ভাগিনীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার মালশন গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে খালা ও ভাগিনীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে নিহতরা হলেন মালশন গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা বেগম (৩৫) ও বোনের মেয়ে বৈশাখী (১০)।
জানা গেছে, বগুড়ার আগমদিঘি উপজেলার মালশন গ্রামের দক্ষিণ-পশ্চিম মাঠে অবস্থিত গভীর নলকুপের বিদ্যুতের তার মঙ্গলবার রাতের ঝড়ে ছিঁড়ে ধানের জমিতে পড়ে থাকে। গত বুধবার বিকাল ৫টার পর পরিবারের সকলের অজান্তে বৈশাখী (১০) নামের এক শিশু কন্যা ঝড়ে পড়া আম কুড়াতে ওই স্থানে যায় এবং বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। পরিবারের সদস্যরা সন্ধ্যার পরও বৈশাখীকে না পেয়ে তার খালা হেনা বেগম খুঁজতে বের হয়।
একপর্যায়ে উল্লেখিত স্থানে বৈশাখীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যায়। এতে সেও বিদ্যুতের তারে জড়িয়ে একই ভাবে মারা যায়। ঘটনাটি জানাজানি হলে রাতে এলাকাবাসি তাদের লাশ উদ্ধার করে। মৃত বৈশাখী নওগাঁর বালুভরা গ্রামের আবুল কাসেম ওরফে বেলকাসেমের মেয়ে। বৈশাখীর মা প্রবাসে এবং বাবা ঢাকায় থাকার কারণে সে মালশন গ্রামে মামা মামুনের বাড়ীতে বসবাস করছিল।
বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, ঝড়ের মুখে আম কুঁড়াতে যাওয়া ভাগিনী বৈশাখী ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে খালা হেনা বেগমও বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

1 comments:

Bd Tips Tech said...

ভাই আপনাকে আমার ব্লগের www.bdtipstech.blogspot.com লেখক হিসেবে যোগ করতে চাই। ফেইসবুকে আমাকে মেসেজ দিন www.facebook.com/tech.bengleweb

Post a Comment

Welcome