Sunday, March 15, 2015

"খুব ইচ্ছে হয় বিয়ে করতে, কিন্তু বাচ্চা বলছে আম্মু"

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তার মনে বাসনা জেগেছে বিয়ের পিঁড়িতে বসার। সবার বিয়ে দেখেই নাকি নিজের ইচ্ছে করছে বিয়ের পিঁড়িতে বসতে।

কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার বয়স। তিনি নিজেকে বড় মনে করলেও তার মা মনে করছেন- তিনি এখনো বাচ্চা মেয়ে। এ নিয়ে কিছুটা হতাশ এ অভিনেত্রী।

১ মার্চ, রোববার মিষ্টি জান্নাত তার ফেসবুক পেজে এসব কথা লেখেন। মিষ্টি লেখেন, "সবার বিয়ে দেখে বিয়ে করতে মন চায়…কিন্তু আমিতো নিজেই বাচ্চা আম্মু বলছে….!!!!!!!"

অভিনয় গুণে বেশ আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালের মাঝা মাঝিতে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।

এরপর চিনি বিবি শিরোনামের আরও একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সম্প্রতি ভালোবাসার রাজকন্যা , ভালোবেসে ছুঁয়ে দিলাম শিরোনামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি।

উখিয়ায় বিয়ারসহ মাদক বিক্রেতা আটক

৫ ক্যান বিয়ার সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে কুতুপালং বাজারের মিম এন্ড কুলিং কর্ণারের ভিতরে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ সহ আবুল হাশেম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে এসময় আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে বলে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজুর পর তাকে গতকালই কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

ক্রিকেটার রুবেলকে নিয়ে তার বাবা মা যা বললেন


ক্রিকেটার রুবেল হোসেনের বাবা-মা। ভাতের চেয়েও সহজ মানুষ। বেশ কয়েকমাস হলো ঢাকায় এসেছেন। তবে শহুরে আভিজাত্য গায়ে মাখেননি। কথা বলেন বাগেরহাটের আঞ্চলিক ভাষায়। পুরো ফ্লাটজুড়ে থাকতেন তিনজন।
rubelmaরুবেল বাইরে। ধর্ম-কর্ম করেই দিন কাটছে তাদের। যেদিন খেলা থাকে দুজন মিলে বসে যান টিভির সামনে। ছেলের মুখটা দেখার আশায় মনটা ছটফট করে। খেলা শেষ হলেই রুবেল ফোন করে, ‘আব্বা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?’
তারা রুবেলকে নাম ধরে ডাকে না। ‘আব্বা’ বলে ডাকে। অনেকদিন আদরের আব্বার মুখটা না দেখে মনটা ভারী হয়েে আসে। কিন্তু যেদিন বাংলাদেশ জিতে সেদিন সব ভুলে মেতে উঠেন আনন্দে। এই তো সেদিন রুবেল পর পর দুই উইকেট নিয়ে ম্যাচটা জেতালো, বুকটা গর্বে ফুলে বাবা-মার।
রাস্তাঘাটে যেই দেখে সেই বলে, ‘চাচা আপনার ছেলে তো ম্যাচটা জিতিয়ে দিল। কিছু খাওয়ান। চা খা্ওয়ান।’ অপরিচিত কিংবা অপরিচিত ব্যাপার না। বাংলাদেশ জিতলে তার মন ভালো থাকে। যেই বলুক তাকেই চা খাওয়ান।
ছেলেকে নিয়ে গর্বিত বাবা বললেন, ‘রুবেল এখন আর শুধুই আমার ছেলে নয়, পুরো বাংলাদেশের। আমি দোয়া করি বাংলাদেশ ভারতকে হারিয়ে সেমিতে যাবে’। তারা আশায় আছেন ছেলে ফোন দিয়ে বলবে, ‘বাবা সেমিতে উঠছি। দোয়া কইরেন!

গৗরীপুরে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা মূলক কর্মশালা

গৗরীপুরে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা মূলক কর্মশালা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কমিনিউটি পুলিশিং এর উদ্যোগে (১৫ মার্চ ) রবিবার সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ইভটিজিং, মাদকাসক্তি, বাল্য বিবাহ, বহু বিবাহ, কিশোর অপরাধ ও জঙ্গিবাদ, যৌন হয়রানী, যৌতুক, বিদ্যুৎ, গ্যাস অপচয়, সড়ক দূর্ঘটনা, ফেইজবুক সহ, নানাবিধ প্রতারনার করুন ও লোমহষক চিত্রগুলোর  বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করান ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আব্দুল্লাহ আল মামুন। ৩ ঘন্টা ব্যাপি ভিডিও চিত্র প্রদর্শন শেষে বিভিন্ন প্রশ্নে উত্তর দাতা শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করে। পুরস্কার বিতরন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কমিনিউটি পুলিশের সভাপতি শফিকুল ইসলাম হবি, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মদ, পৌর কমিনিউটি পুলিশের আহবায়ক বেগ ফারুক আহাম্মদ,গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার ও ১০ শ্রেনীর শিক্ষার্থী আনিকা আঞ্জুম অনির্ ।

নরসিংদীতে আনুষ্ঠানিক ভাবে কৃষি ঋণ বিতরণ

ক্রাইম নিউজ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশণ ২০১৫ সফল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণদান কর্মসূচী গ্রহণ করেছে। এই উপলক্ষ্যে রবিবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলাধীন শিবপুর শাখার উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ৩২ জন কৃষককে বিভিন্ন ফসল খাতে ৪% সুদে মোট ১০ লক্ষ ১৮ হাজার টাকা ঋণ বিতরণ করে। অপরদিকে ৮ লক্ষ টাকা ঋণ আদায় করে।
ঋণ বিতরন ও আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহাবুবুর রহমান ভূঁইয়া। বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শোকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শিবপুর ইপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম রাখিল।

প্রধান অতিথি কৃষি ঋণের স্বচ্ছতা নিশ্চিত করতে নরসিংদী অঞ্চলের কৃষি ব্যাংকের ২১ টি শাখায়ই প্রকাশ্যে ঋণ বিতরনের ঘোষণা দেন।

রিয়াজ-প্রভার বিয়ে!

রিয়াজ-প্রভার বিয়ে!
নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ :
হঠাৎ করে গ্রামে মজনু নামে এক যুবকের আগমন ঘটে। সে মন্ত্রের মাধ্যমে যেকোন রোগ ভালো করার ঘোষণা দেয়। যা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই মধ্যে কিছু লোক মজনুকে প্রতারক ভেবে গ্রামের চেয়ারম্যানের কাছে তার বিচার চেয়ে অভিযোগ করে। কিন্তু মজনু তার মন্ত্র বলে চেয়ারম্যানের চুলকানি রোগ ভালো করে দেয়।
এরপর থেকে মজনুর সুনাম চারদিকে ছড়িয়ে পরে। কিছুদিনের মধ্যে গ্রামের সব অসুখ গায়েব হয়ে যায় তার মন্ত্র বলে। অন্যদিকে মজনুর মন্ত্রের কারণে লাটে উঠে গ্রাম্য ডাক্তারদের ব্যবসা। এমন সময় সেই গ্রামেই এক সুন্দরী মেয়েকে বিয়ে করে আনে মজনু। আর সেই সুন্দরী মেয়েটি হচ্ছে প্রভা।
তবে এটি বাস্তবে নয়, নাঈম আহমদের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘মন্ত্র মজনু’ শিরোনামে নতুন একটি নাটকে এমনই দৃশ্যে দেখা যাবে বড়পর্দার জনপ্রিয় মুখ রিয়াজ এবং ছোট পর্দার আলোচিত অভিনেত্রী প্রভাকে।
নাটকটি নিয়ে রিয়াজ ক্রাইম নিউজ ২৫ কে বলেন, নাটকে আমি মজনু নামের চরিত্রে অভিনয় করেছি।‘অনেক মজার একটি নাটক।কাজটা উপভোগ করেছি, আশা করি দর্শকদের কাছেও নাকটটি ভালো লাগবে।
সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে ‘মন্ত্র মজনু’ নাটকটির চিত্রধারণে কাজ শুরু হয়েছে। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা-ভাংচুর, আহত ২


নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ :
শহরের কলেজ পাড়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন ফরম জমা দেয়ার ঘটনায় আজ রবিবার ছাত্রলীগ ও পাসপোর্ট অফিসের দালালদের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাসপোর্ট অফিসের আসববাসপত্র ভাংচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন ও রেকর্ড কিপার কবির হোসেন আহত হয়।
এ বিষয়ে দ’ুপক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপ-পরিচালক সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, বেলা ১২ টার দিকে ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সস্পাদক সোহরাব হোসেন সবুজ হোসেন, তানভির নামে ওপর একজনের নেতৃত্বে ৫/৬ জন ছাত্রলীগ নেতাকর্মী পাসপোর্ট অফিসে আছাদ হোসেন নামে এক ব্যক্তির পাসপোর্টের নতুন আবেদন ফরম জমা দিতে চায়। কিন্তু আবেদনকারির অনুপস্থিতিতে আবেদন জমা নেয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয় । এসময় তারা অতর্কিতে অফিসে হামলা-ভাংচুর করে। তাদের হামলায় তিনি নিজে ও রেকর্ড কিপার কবির হোসেন আহত হয়। এ ছাড়া ঘটনার ছবি তোলার সময় ছাত্রলীগ নেতা মাছরাঙ্গা টেলিভিশনের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দের ক্যামেরা কেড়ে নেবার চেষ্টা করে। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশে খবর দেয়া হলে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সবুজসহ অন্যরা জানান, জেলার এই পাসপোর্ট অফিস একটি দালাল চক্র জিম্মি করে রেখেছে। কেউ এখানে আবেদন জমা দিতে গেলে নির্ধারিত ৩৪৫০ টাকা সরকারি ফিসের বাইরে মোটা অংকের অর্থ অতিরিক্ত দালালি হিসেবে দেয়া লাগে। এই টাকা পরে অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ভাগাভাগি হয়। এ কারনেই তারা সরাসরি ফরম জমা দিতে গেলে দালালরা ফরম জমা দিতে গেলে তাদের বাধা দেয় ও মারধর করে। এ সময় দালালরা নিজেরাই অফিসের আসবাবপত্র ভাংচুর করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, আহত পাসপোর্ট কর্মকর্তা ও রেকর্ড কিপারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিয়ের পরেও যে ১০টি আশা অপূর্ণ থেকে যায়


বিয়ের পরেও যে ১০টি আশা অপূর্ণ থেকে যায়
জীবনে বেঁচে থাকলে বিয়ে করতে হবে এটাই স্বাভাবিক। বিয়ে নিয়ে আমাদের মাঝে অনেক কল্পনা কাজ করে। এ নিয়ে নানা স্বপ্ন দেখেন মানুষ।
কিন্তু অনেক কিছুই ভুল প্রমাণিত হয়। এখানে দেখে নিন এমনই ১০টি বিষয়। বিয়ে দিয়ে এসব চাহিদা আসলে মেটানো সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা।
১. ভালোবাসাই একমাত্র শর্ত : আমরা মনে করি কারো সঙ্গে তুমুল ভালোবাসাবাসি থাকলেই বিয়ে সম্ভব। এটা হয়তো সম্ভব। কিন্তু বিয়ের পর শিগগিরই বোঝা যায় যে, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। বোঝাপড়ার জন্যে আরো বহু বিষয় জড়িত।
২. একঘেয়েমির অবসান : মনে হয়, বিয়ে করা মানে জীবন থেকে একঘেয়েমির অবসান হওয়া। কিন্তু মধুচন্দ্রিমার পর দেখবেন, একঘেয়েমি থেকে মুক্তি মেলেনি।
৩. যোগাযোগ কোনো ঘটনা নয় : একই ছাদের নীচে দুজনের বাস। আপনাদের মাঝে যোগাযোগের কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিদিন ক্লান্ত দেহে বাড়ি ফিরে দেখবেন, দুজনের আন্তঃযোগাযোগের জন্যে অনেক কিছুই প্রয়োজন হয়।
৪. বন্ধুদের সঙ্গে আগের মতোই : যদি মনে করে থাকেন যে বিয়ের পর বন্ধুদের সঙ্গে আগের মতোই আড্ডাবাজি করতে পারবেন, তাহলে ভুল করেছেন। তখন বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানেই সমস্যা। তবে অনেক সময় বন্ধুদের প্রয়োজন হয়। কিন্তু তবুও বিষয়টি সহজে মেনে নেওয়া যায় না।
৫. সবকিছু সমান-সমান : বিয়ের আগে ভালোবাসাপূর্ণ জীবনে মনেই হবে যে একজন অন্যের জন্যে পুরোপুরি মিলে গেছেন। কিন্তু বিয়ের পর প্রায়ই মনে হবে যে, আপনি যা দিচ্ছেন বিনিময়ে তার কিছুই পাচ্ছেন না। এ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হবে।
৬. সে এমন থাকবে না : এলোমেলো প্রেমিককে নিয়ে প্রায়ই মেয়েরা চিন্তা করেন যে, বিয়ের পর বদলে যাবে। কিন্তু মানুষ আসলে এত সহজে বদলায় না। বয়সের সঙ্গে তার অনেক পরিবর্তন আসবে। কিন্তু ভেতরের আসল মানুষটি কখনো বদলায় না।
৭. সব সময় সুখ : মনে কষ্ট না নেওয়াই ভালো, বিয়ের মাধ্যমে মানুষ জীবনের সর্ব সুখ পায় না। মনে হবে যে, বিয়ের মাধ্যমেই সব সুখ চলে আসবে। কিন্তু বিয়ের পর বহু সময় আসবে যখন কেঁদে-কেটে বুক ভাসাতে হবে।
৮. সে আপনার সব চাহিদা পূরণ করবে : যাদের ভাগ্য ভালো তাদের ক্ষেত্রে বলা যায় যে, আপনার সব চাহিদাই সঙ্গী বা সঙ্গিনী পূরণ করবেন। কিন্তু তেমনটি সহসা হয় না। আপনার খাওয়া, পড়াসহ অন্যান্য মৌলিক চাহিদা হয়তো পূরণ হবে আপনার, কিন্তু অনেকে চাহিদাই মনের মতো করে পূরণ হবে না।
৯. তাকেই সব সময় ভালো লাগবে : এটাই একটা হৃদয় ভাঙার বাস্তবতা। আপনার সঙ্গী বা সঙ্গিনী হয়তো দারুণ সুদর্শন বা রূপবতী। একমাত্র তাকেই ভালো লাগে আপনার। কিন্তু এক সময় এই ভালোলাগা বদলে যাবে। অনেক সময়ই আসবে যখন আর তাকে ভালো লাগবে না।
১০. সে কখনোই আপনাকে কষ্ট দেবে না : এটাও একটা ভুল ধারণা। প্রেম করার সময় কল্পনায় এমনই মনে হয়। কিন্তু বাস্তবে তা ঘটে না। অনেক সময়ই আসবে যখন দেখবেন যে তিনি আপনাকে অনেক কষ্টই দিচ্ছেন। এ জন্যে ক্ষমাশীল হতে হবে।

স্বর্গীয় উপহার ‘মা’


স্বর্গীয় উপহার ‘মা’
মা আমাদের জীবনের সবথেকে আপন একজন মানুষ। পৃথিবীতে মা শব্দের চেয়ে মধুর আর কোন শব্দ নেই। অনেকেই মায়ের সাথে খারাপ ব্যাবহার করেন, যা মোটেও ঠিক নয়। আপনার আর আপনার মায়ের মাঝে সম্পর্ক যেমন ই থাকুক না কেন, উনি সবসময় আপনার মনের ভালবাসার আসনে উজ্জীবিত থাকবে। তার মনের মাঝে কখন কি ছিল,তা হয়ত আপনি কখনই বুঝতে পারেন নি। তবে আপনার মঙ্গল ছাড়া কখনই কোন অমঙ্গল চান নি। মা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সঙ্গী। তার ত্যাগের সীমা নেই।
১. মা আপনাকে জন্ম দিয়েছেন:
আপনার মা আপনাকে জন্মদানের সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে লালন-পালন করার দায়িত্ব তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন।

২. যখনই প্রয়োজন তাকে কাছে পাবেন:
আপনি যখনই ভীত হবেন, যখন একাকীত্ব আপনাকে ঘিরে ধরবে, সবসময় আপনার পাশে তার উপস্থিতি পেয়ে যাবেন। সে কখনই আপনাকে হারাতে দিবে না।

৩. সে আপনার সিকিউরিটির ব্যবস্থা করেন:
আপনার কোথাও কোন সমস্যা না হোক, এর জন্য আপনার সম্পূর্ণ নিরাপত্তার দিকে তার নজর থাকে। আপনার যত্নের কোন ত্রুটি সে রাখে না।

৪. সে নিঃস্বার্থ:
মা তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। সে নিজের চাহিদার কথা চিন্তা না করে, প্রথমে সন্তানের চাহিদা পুরন করে।

৫. সে সবসময় আপনাকে ভালবাসে:
আমাদের জীবনে অনেক কঠিন কঠিন সময় আসে। যখন আমরা নিজেকেই ঘৃণা করি। কোথাও কোন কিছু ভাল লাগে না। সবকিছু যখন তিক্ষতায় ভোরে ওঠে, তখনও মা আমাদের হাত ছাড়ে না। সে প্রতি মুহূর্তে আপনাকে সাহস প্রদান করে। নিজের ওপর ভরসা রাখার আশ্বাস প্রদান করেন। তার ভালবাসা কখনই কমে না।

৬. সে শোনে:
আপনি কিছু বলতে চাইলে সে অবশ্যই আপনাকে সময় প্রদান করেন। যখন কান্নার জন্য কারও কাঁধের প্রয়োজন হয়, তখন মায়ের কাঁধ সব থেকে উত্তম।

৭. কঠোরতা:
তার মাঝে যে কঠোরতা রয়েছে তা শুধু আপনাকে সঠিক পথ এ রাখার জন্য। পরবর্তীতে যখন আপনি পিছন ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে আপনি এই কঠোরতার কারনে কত বেশী লাভবান হয়েছেন।

৮. জ্ঞান:
মা যে জ্ঞানগুলো সন্তানদের দিয়ে থাকে, এই জ্ঞান আর কারও কাছ থেকে শেখা সম্ভব নয়। আচার-আচরণ, ভাল-মন্দের পার্থক্য এসব কোন বই-খাতা তে দেয়া থাকে না। এগুলো ছোটকাল থেকে মা শিখিয়ে থাকেন।

মা, তার সন্তানের জন্য কি কি করেন এর হিসাব সারাজীবন বসে করলেও শেষ হবে না। আমাদের সকলের উচিৎ ‘মা’ কে শ্রদ্ধা করা। তার সকল কথা মেনে চলা। তার মনে কষ্ট না দেয়া।

বাংলাদেশ বিপজ্জনক দল: সুনীল গাভাস্কার

বাংলাদেশ বিপজ্জনক দল: সুনীল গাভাস্কারবিশ্বচ্যাম্পিয়ন দল৷ এবারও খেতাবের বড় দাবিদার৷ চলতি বিশ্বকাপে টানা ছ’ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছেন ধোনিরা৷ তবুও আত্মতুষ্টির কোনও জায়গা নেই৷ এ কথা গুলো ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাস্যকর সুনীল গাভাসকরের।
এবার নক-আউট পর্বে প্রতিপক্ষ বাংলাদেশ৷ কিন্তু শাকিব-রুবেল-মাহমুদুল্লাহদের একবারে তুচ্ছ করলে চলবে না৷ এবং যদি তেমনটা হয়, তাহলে ভারতকে তার মূল্য চোকাতে হবে৷ এমনটাই মনে করছেন, প্রাক্তন ভারত অধিনায়ক ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুনীল গাভাসকর।
আসলে অভিজ্ঞতা থেকে কিংবদন্তি বুঝতে পারছেন, অনেক সময় ছোট দলের কাছে হারে বড় দল৷ এক্ষেত্রে ধোনিদের মনে রাখা ভাল, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে এই বাংলাদেশের কাছে হারতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতকে। যার জেরে গ্রুপ পর্ব থেকেই সেবার ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবারও ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলার হুঙ্কার দিয়েছে বাংলাদেশ।
১৯ মার্চ ঐতিহাসিক মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ৷ একদিকে ভারত যেখানে গ্রুপ ‘বি’র শীর্ষস্থান দখল করেছে, সেখানে বাংলাদেশ গ্রুপ ‘এ’র চার নম্বর স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই বিষয় নিয়েই ধোনিবাহিনীকে আগাম সতর্ক করেছেন গাভাসকর। বাংলাদেশকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে প্রাক্তন তারকা জানিয়েছেন, নিজেদের দিনে ভাগ্যসহায় থাকলে যে কোনও দলকে তারা হারিয়ে দিতে পারে।
গাভাসকর বলেন, ‘অতীতে ভারত বহুবার বাংলাদেশকে হারিয়েছে। তাই ওরা মনে করতেই পারে, এবারেও তেমনটাই হবে। কিন্তু চলতি বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের হালকাভাবে নিলে বড় ভুল করবে ভারত।’ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে গাভাসকর বলেছেন, শুধু ইংল্যান্ডকে হারানোই তো নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাশরাফি মর্তুজার দল।
গাভসকর মনে করেন, গ্রুপ পর্যায়ে একটা ম্যাচ হারলেও ফিরে আসা সম্ভব৷ কিন্তু নক-আউট পর্যায়ে একটা হারলেই সব শেষ। তিনি বলেন, বিপজ্জনক দল হিসেবে এই বিশ্বকাপে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। ওদের ব্যাটিং কম্বিনেশন দুর্দান্ত। মাহমুদুল্লাহ দুরন্ত ফর্মে রয়েছে। তাছাড়া, শাকিব, মুশফিকুর রহিম, শাব্বির রহমানও ফর্মে রয়েছে।

Saturday, March 14, 2015

রামপুরায় স্কুলছাত্রীর আত্মহত্যা

রামপুরায় স্কুলছাত্রীর আত্মহত্যা
নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : রাজধানীর পূর্ব রামপুরার ২২৫/বি নম্বর বাসায় মাহজাবীন ফেরদৌসি বন্যা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটে।
মাহজাবীন ফেরদৌসি বন্যা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুমিতপুর গ্রামের আসলাম হোসেনের মেয়ে।
বন্যার চাচা দেলোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, বন্যা সুমিতপুর গ্রামে থেকে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত। অসুস্থ বাবাকে দেখতে কয়েক দিন আগে সে ঢাকার রামপুরার বাসায় যায়। সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় তলার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরগুনায় বাসে আগুন

নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : বরগুনায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। বাসটি বরগুনা-খুলনা সড়কে চলাচল করে।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে শহরের সদর রোডে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।বাসের হেলপার এস এম কাইউম জানান, রাতে তিনি ওই বাসের সামনের দিকে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ বাসের পেছন থেকে আগুন জ্বলতে দেখে জানালা দিয়ে বের হয়ে যান।বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন পিপিএম জানান, অনুসন্ধান চালিয়ে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লাপাড়ায় সড়কে প্রাণ গেল নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের

নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : হরতাল-অবরোধে সড়কে চলাচল করা যানবাহনের নিরাপত্তার কাজে নিয়োজিত এক আনসার সদস্য পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার সকালে বগুড়া-নগরবাড়ি সড়কের উল্লাপাড়ার ব্রহ্মকপালিয়া জোড়া ব্রীজের কাছে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রামের আনসার সদস্য শাহজাহান আলী (৫৩) গত ৪ ফেব্রুয়ারি থেকে অন্য আনসার সদস্যর সাথে ওই জোড়া ব্রীজের নিকট সড়ক পাহারার দায়িত্ব পায়। প্রতিদিনের মত সড়কে পাহারা দেয়ার সময় সকাল পৌনে ৬ টার দিকে পিছন দিক থেকে একটি পিকআপ এসে শাহজাহানকে ধাক্কা দেয়। গুরত্বর আহত অবস্থায় তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শাহজাহান দুই স্ত্রী ৬ ছেলে মেয়ে রেখে গেছেন।

মতিঝিলের দিলকুশায় বাণিজ্যিক ভবনে আগুন

মতিঝিলের দিলকুশায় বাণিজ্যিক ভবনে আগুন
ঢাকা, ১৪ মার্চ:
প্রকাশ : ১৪ মার্চ, ২০১৫

নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সোয়া ৩ টার দিকে এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। তবে কীভাবে অগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে আগুন লাগার কারণে ওই ভবনটিতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তারা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ওই ভবনটিতে প্রবেশ করেছেন। ওই এলাকার আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেনারেটরের মাধ্যমে ওই ভবনে আলো প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে।৭ তলার ওই ভবনটিতে বিভিন্ন ব্যাংক এবং ইনস্যুরেন্সের শাখা আছে। সরকারি ছুটি থাকায় ওই ভবনে কোনো মানুষ ছিল না বলে জানা গেছে।ওই ভবনের নিরাপত্তাকর্মী জানান, সাড়ে ৩টার পরে ওই ভবন থেকে কালো ধোয়া বের হতে দেখেন।

Friday, March 13, 2015

চার ঘণ্টার প্রচেষ্টায় ‘আব্বা’ ডাকলেন পরীমনি!

পরীমনি

পরীমনি

নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : চিত্রনায়িকা পরীমনি সিনেমার শুটিং করতে গিয়ে বহুতল ভবন থেকে ঝাপ দিয়েছেন, শীতের রাতে ঘণ্টার পর ঘণ্টা পানিতে ভিজেও শুটিং করেছেন। দৃশ্যকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পরীমনির এমন পরিশ্রম নতুন নয়। এই অভিনেত্রীর জীবনের প্রথম শট একবারেই ওকে করেছিলেন বলেও নিশ্চয় তিনি গর্ব করতে পারেন। কিন্তু এবার একটি দৃশ্য ‘পারফেক্ট’ করতে তার সময় লেগেছে টানা চার ঘণ্টা।

সম্প্রতি গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে শামীমুল ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া সিনেমার একটি দৃশ্য ধারণ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

এ সিনেমায় মিশা সওদাগরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন পরী। সঙ্গত কারণেই মিশা সওদাগরকে ‘আব্বা’ বলে ডাকতে হবে তাকে। কিন্তু  যতবারই ‘আব্বা’ বলতে চেয়েছেন ততোবারই পরী হেসে দিয়েছেন। আর তখনই শুটিং ইউনিটের সবাই হাসতে থাকে। এভাবে প্রায় চার ঘণ্টা পরে সাধারণ এ দৃশ্যটি ঠিকঠাকভাবে নেওয়া সম্ভব হয়।

এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি কোনো দিনও আব্বা ডেকে অভ্যস্থ নই। আমার বাবাকে বাবা বলে ডাকতাম। আর আহ্লাদ করে মাঝে মধ্যে আব্বু বলতাম। কিন্তু এই সিনেমায় মিশা ভাইকে আমার আব্বা ডাকতে হয়। আমি যতবার আব্বা সম্বোধন করে সংলাপ বলতে যাই, ততবার হাসি পায়। আমার হাসি দেখে পুরো ইউনিটও হেসেছে। এ সিকুয়েন্সটি পারফেক্টভাবে ধারণ করতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। তবে খুব মজা করে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে মিশা ভাই প্রথমবার আমার পিতার ভূমিকায় অভিনয় করছেন। এর আগে কখনও তিনি আমার বাবার চরিত্রে কাজ করেন নি।’

এ সিনেমায় পরীমনির বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করছেন আরজু কায়েস। এছাড়া রয়েছেন মিশা সওদাগর, আলীরাজ ও রেবেকা প্রমুখ।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকবে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

গত ১০ মার্চ থেকে গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে শুরু হয় আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রের শুটিং। হোতাপাড়া ছাড়াও এর শুটিং হবে পূবাইলের বিভিন্ন স্থানে টানা ৩০ মার্চ পর্যন্ত শুটিং চলবে।

আন্তর্জাতিক নাট্যোৎসবে আরণ্যকের ‘ভঙ্গবঙ্গ’

‘ভঙ্গবঙ্গ’ নাটকের একটি দৃশ্য

‘ভঙ্গবঙ্গ’ নাটকের একটি দৃশ্য

 নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হচ্ছে ‘দ্বিতীয় ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু করে উৎসবটি চলবে ২১ মার্চ পর্যন্ত। ১০ দিনের  এই আন্তর্জাতিক নাট্যোৎসবে ৪টি বিদেশী দল সহ স্থানীয় প্রায় ২৩টি দল অংশগ্রহণ করবে। ১২ মার্চ উদ্বোধনীর পর ১৩ তারিখ থেকে নাট্য মঞ্চায়ন শুরু হবে।

১৩ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘ভঙ্গবঙ্গ’। এটি আরণ্যক নাট্যদলের ৫৪তম প্রযোজনা  ।

নাটকটি লিখেছেন মামুনুর রশিদ আর নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। আরণ্যক সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে বেশ কিছুদিন পর নাটকটি আবার মঞ্চস্ত হচ্ছে।

নাটকটির কুশীলবরা হলেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাঈদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, কাজী আল আমিন, লায়লা বিলকিস ছবি, পার্থ চ্যাটাজি।

মঞ্চ পরিকল্পনায় রয়েছেন ফয়েজ জহির। আলোক  পরিকল্পনা করেছেন ফরিদউদ্দিন। পোশাক পরিকল্পনায় শামীমা শওকত । সঙ্গীত  পরিকল্পনায় পরিমল মজুমদার এবং  কোরিওগ্রাফি  স্নাতা শাহরিন

Thursday, March 12, 2015

ভাবীকে জবাই করল পাষণ্ড দেবর

ভাবীকে জবাই করল পাষণ্ড দেবর
নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : ওবাইদুল হক আবু চৌধুরী: নগরীর খুলশী থানার ২৬ নং হাইলেভেল রোড এলাকায় ভাবীকে জবাই করে হত্যা করেছে ইয়াকুব (৪৫) নামের এক পাষণ্ড দেবর। নিহতের নাম গুলজার বেগম রুমা (৩৭)। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, ‘সকালে রুমার দেবর ইয়াকুব ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।আহত অবস্থায় সোয়া নয়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ খুলশী থানার ডিউটি অফিসার এসআই মো. রাসেল বলেন, ‘বিষয়টি তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ : রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ স্টাফ কলেজের সামনের রাস্তায় ট্রাস্ট পরিবহণে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন কাফরুল থানার সাব ইন্সেপেক্টর মুহাম্মদ মুনির।

তিনি জানান, আজ শনিবার রাত আনুমানিক পৌণে ৯টার দিকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসে থাকা যাত্রীরা সামান্য হতাহত হয়েছেন বলে জানান সাব ইন্সেপেক্টর মুহাম্মদ মুনির। তবে তা খুব গুরুতর নয় বলেও নিশ্চত করেন তিনি।
এদিকে ওই বাসের এক যাত্রীর অভিযোগ, যাত্রীবেশে বাসে ওঠা এক ব্যক্তি বাসটি মিরপুর ১৪ নম্বর এলাকার কাছে এলে তাতে আগুন দিয়ে নিজেই আগুন আগুন বলে চিৎকার করে বাস থেকে নেমে পড়ে। এরপর ওই ব্যক্তিকে ধাওয়া করে ধরার চেষ্টা করা হলেও পুলিশ স্টাফ কলেজের সামনে থাকা তার সহযোগীরা তাকে নিয়ে পালিয়ে যায়।

এদিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং বাসের অগুন নেভায়।

দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার


নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ :

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরায়েচর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে মানিক মিয়া (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তাকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত মানিক মিয়া দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছেলে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে চেষ্ঠা চালাচ্ছে।

উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

নাঈম ইসলাম প্রতিনিধি ক্রাইম নিউজ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দশম শ্রেনির সুমাইয়া আকতার (১৫) নামেন এক ছাত্রীকে নিয়ে ওই স্কুলের ধর্ম শিক্ষক পালিয়ে যাওয়ায় শিক্ষক মাহমুদুল হককে সাময়কি বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ ।
স্থানীয় সূত্রে জানাগেছে.উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সহকারী ইসলাম ধর্ম শিক্ষক মাহমুদুল হক একই স্কুলের ১০ম শ্রেনির ছাত্রী সুমাইয়া আকতারকে নিয়ে না জানার উদ্দেশ্য পারি জমিয়েছে ।
দীর্ঘ দিন যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বুধবার রাত থেকে তাদেরকে খুজেঁ না পাওয়ার বিষয়টি জানা জানি হয় । এঘটনায় ওই শিক্ষকের বহিস্কারের দাবি করে স্কুলে শিক্ষার্থীরা । পরে বুধবার রাতেই শিক্ষক মাহমুদুল হককে সাময়িক বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল মজিদ সাময়িক বহিস্কারের কথা স্বীকার করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রমানিত হলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে ।