২০০৪ সালের ডিসেম্বরে গুগল তার প্রথম চালকবিহীন গাড়ী জনসম্মুখে প্রদর্শন করেন, স্ট্রিং এবং ব্রেকার সহ। সে বছরেই মে মাসে গুগল একটি স্ব-চালিত গাড়ির ছবির উপর ভিত্তি করে চালক বিহীন গাড়ি তৈরি করার ঘোষণা করে।
২০০২ সালের ২৭ জানুয়ারি আরবান লাইট ট্রান্সপোর্ট একটি চালক বিহীন গাড়ি প্রদর্শন করে। যা ওয়্যারলেস এর সাহায্যে চালিত হয়।
২০০৯ সালের অক্টোবরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি রোবোটিক্স ভক্সওয়াগেন গাড়ি তৈরি করা হয়।
২০০৯ সালের অক্টোবরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি রোবোটিক্স ভক্সওয়াগেন গাড়ি তৈরি করা হয়।
কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল গারিটিতে চলাচল করতে আপনাকে গাড়ির হ্যন্ডেল ধরে বসে থাকতে হবে না। আপনি কথা যাবেন কেবল সে ইনফরমেশনটা ডাটা হিসেবে গাড়ির ইনপুট অংশে প্রেরন করতে হবে। গারিই আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত স্থানে। সেই সুযোগে গাড়িতে বসেই করে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় যে কোন কাজ।
0 comments:
Post a Comment
Welcome