Wednesday, February 25, 2015

সদর হাসপাতাল থেকে ২ নারী চোর আটক, মোবাইল ও নগদ টাকা উদ্ধার ॥


fsaf
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী সেজে ডাক্তারের রুম থেকে মোবাইল সেট ও নগদ টাকা চুরি করার সময় ২ নারী চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে হাসপাতালের রোগীদের স্বজনরা। বুধবার দুপুর ১২ টার দিকে ২১৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার বিরামপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী লাইজু খাতুন (৪৫) ও তার ভাগনী সেলিনা খাতুন (১৫) তার শিশু সন্তান তুহিন কে সদর হাসপাতালের ডাক্তার মাহাবুবুর রহমান মিলনের কাছে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি পত্র গ্রহণ করে লাইনে দাড়ায়।
এরপর তারা লাইনে দাড়িয়ে থাকা কামরুন্নাহার, রোজিনা খাতুন সহ ৫-৬ জনের ব্যাগ থেকে ৩ টি মোবাইল সেট ও নগদ টাকা চুরি করে নেওয়ার সময় হাতেনাতে তাদেরকে ধরে ফেলে।
এরপর হাসপাতালে থাকা রোগীদের স্বজনেরা তাদেরকে গণধোলাই দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

0 comments:

Post a Comment

Welcome