Monday, March 2, 2015

শিশুর প্রাক-শৈশব যত্ন ও বিকাশ


আজকের শিশু আগামী দিনের নাগরিক। একটি শিশু সঠিক ও সুন্দর ভাবে গড়ে উঠার উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ। প্রারম্ভিক বিকাশের ক্ষেত্রে শিশুর বয়স ধরা হয় ভ্রুণ হতে ৮ বছর পর্যন্ত। আর জাতিসংঘের সংজ্ঞানুসারে ০ থেকে ১৮ বছর পর্যন্ত মানব সন্তানকে শিশু বলা হয়। শিশুর বৃদ্ধি বলতে একটি শিশুর শারীরিক ইতিবাচক পরিবর্তন অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ - প্রত্যঙ্গ, মাংশ , হাড় ইত্যাদির বৃদ্ধি। শিশুর বুদ্ধির পুর্ণতা আবেগের প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে পারার দক্ষতা মানুষের সাথে পারষ্পিরিক ক্রিয়া প্রতিক্রিয়া করার যোগ্যতা , ভাষা বা যোগাযোগ কার্যক্রমের দক্ষতা পেশী (সূক্ষ ও স্থুল) ব্যবহারের মাধ্যমে নৈপুন্যের সাথে কোন কাজ করার দক্ষতা ও নৈতিক বিষয়গুলি আতœস্থ এবং সে অনুযায়ী কাজ করার যোগ্যতা অজর্ন প্রাক শৈশব উন্নয়ন হচ্ছে শিশুর ভ্রুণ অবস্থা থেকে ৮ বছর পর্যন্ত সময়কালের সামগ্রীক উন্নয়ন ও বিকাশ যা তার পরবর্তী জীবনে বেচে থাকা শারীরিক মানসিক আবেগিত সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে প্রভাবিত করে। সুতরাং শিশুর ভ্রুণ অবস্থা থেকে ৮ বছর পর্যন্ত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রিয় পর্যায়ে পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমই এ কর্মসুচীর আওতাভুক্ত।যেমন:- স্বাস্থ্য পুষ্টি যতœ খেলাধুলা আদর øেহ লেখাপড়ার জন্য প্রস্তুুতি ইত্যাদি শিশুর বৃদ্ধি ও বিকাশের নানা ধরণ ক্স শিশুর শারীরিক বিকাশ ক্স শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ ক্স শিশুর ভাষার বিকাশ ক্স শিশুর সামাজিক ও আবেগিক বিকাশ এবং শিশুর নৈতিক বিকাশ অনেক দার্শনিক গবেষকই বলেছেন একজন মানুষের নৈতিক চরিত্রের ভিত্তি কেমন হবে তা নির্ধানিত হয় শিশু কালেই।

0 comments:

Post a Comment

Welcome