Wednesday, March 4, 2015

সহিংসতার মধ্যদিয়ে চলছে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী


সহিংসতার মধ্যদিয়ে চলছে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “যুদ্ধ ও সহিংসতার পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এসএসসি পরীক্ষা। দেশে নৈরাজ্য থাকা সত্ত্বেওআমরা পরীক্ষা চালিয়ে যাচ্ছি। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমাদের এগোতে হচ্ছে।”
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের সেনা বাহিনী পরিচালিত আর্মি ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশে মোট শিক্ষার্থীর পরিমান উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশে মোট শিক্ষার্থীর পরিমাণ পাঁচ কোটি ৫২ লাখ। দেশ উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। শিক্ষায় দেশ আর পিছিয়ে নেই। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই। প্রাথমিকে ৫১ভাগ মেয়ে ও ৪৯ ভাগ ছেলে রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে নেই।”
এ সময় আরো বক্তব্য রাখেন, সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ –জামান, ও আর্মি ইন্সটিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক এ কে এম শওকত হাসান।
এছাড়া সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

Welcome