Tuesday, March 10, 2015

দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ অটোরিকশা চালকের মৃত্যু

দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ অটোরিকশা চালকের মৃত্যু
ক্রাইম নিউজ প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের আহমেদ (২৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মেশমা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্যাক্সিচালক সাবের আহমেদ ও যাত্রী রণজিৎ দগ্ধ হন। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে রণজিৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে ট্যাক্সিচালকের মৃত্যু হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈম হাসান জানিয়েছেন, পেট্রলবোমা ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় দুই ছাত্রদল নেতা কামাল হোসেন ও ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

0 comments:

Post a Comment

Welcome