Tuesday, March 31, 2015

উত্যক্ত করায় মাদ্রাসা ছাত্রের কারাদণ্ড


উত্যক্ত করায় মাদ্রাসা ছাত্রের কারাদণ্ড
ক্রাইম নিউজ প্রতিনিধি: অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করায় মো. শাহেদ আহমদ (২১) নামের এক মাদ্রাসা ছাত্রকে অাটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়নের আয়েশা কামিল মাদ্রাসা থেকে তাকে অাটক করা হয়।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শাহেদ সদর উপজেলার টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম (উচ্চ মাধ্যমিক) শ্রেণীর ছাত্র ও পৌরসভার আবিবনগর গ্রামের আলী আহমদের ছেলে।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন জানান, মো. শাহেদ সদর উপজেলার জয়পুর ইউনিয়নের আয়েশা কামিল মাদ্রাসায় গিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে সোমবার বিকেলে উত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার কর্মচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় অপরাধ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান শাহেদ আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীর সাথে অশালীন আচরণ ও প্রকাশ্যে উত্যক্ত করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 comments:

Post a Comment

Welcome