Tuesday, March 3, 2015

মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান প্রধানমন্ত্রীর

নাঈম ইসলাম ক্রাইম নিউজ ২৫ : সুস্থ জাতি গঠনে মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। পরিবারের নারী সদস্যদের সুস্বাস্থ্যের বিষয়ে সবাইকে আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গর্ভবতী মায়েরা সুস্থ না থাকলে জাতি সুস্থ শিশু পাবে না।তিনি বলেন, রক্ষণশীল পরিবারের মায়েরা হাসপাতালে যান না। আমি মনে করি, পুরুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বললে ভাল ফল পাওয়া যাবে।

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় সাত হাজার ডাক্তার, পাঁচ হাজার নার্স ও তিন হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে প্রায় ৮ হাজার জনবল নিয়োগ দেয়া হয়েছে। নার্স নিয়োগের বয়সসীমা বাড়িয়ে ৩৬ বছর করার কথাও জানান তিনি। সুচিকিৎসা ও সেবার মান বাড়াতে শিগগিরই আরো ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার করা হবে।

0 comments:

Post a Comment

Welcome