ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোনাথন ঘেলার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা অন দিস ডে নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয় আবার নতুন করে দেখা যাবে। কেবল ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন। নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট বা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।
Tuesday, March 31, 2015
বাল্যবিয়ের আসরে পুলিশ, বরের চম্পট
সহপাঠীর সঙ্গে প্রেমে বাধা দেয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
Sunday, March 29, 2015
Monday, March 23, 2015
ধর্ষণ আতঙ্কে জার্মানিতে ভারতীয় ছাত্র নিষিদ্ধ
ধর্ষণ আতঙ্কে জার্মানিতে ভারতীয় ছাত্র নিষিদ্ধ ভারতে ধর্ষণ কিংবা যৌন
হেনস্থার খবর এখন সারা বিশ্বে ভাইরাল হয়ে উঠেছে। এবার অভিযুক্ত হওয়ার আগেই
তার খেসারত দিতে হল জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের জন্য
আবেদন করা ভারতীয় এক ছাত্রের।লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের জন্য বৈধভাবেই আবেদন করেন ওই ছাত্র। কিছুদিন পরেই একটা ই-মেইল পান যেখানে তাকে জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আবেদন বাতিল করে দিয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে সাম্প্রতিক সময় ভারতীয় কর্তৃক একের পর এক ধর্ষণের ঘটনাকে।
লিপজিগ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক অ্যানেট বেক
কিসিঞ্জার ওই ভারতীয় ছাত্রকে ই মেইলে লিখেছেন,"দুর্ভাগ্যবশত আমরা কোন
ভারতীয় ছাত্রের আবেদন গ্রহণ করছি না। ভারতে ধর্ষণজনিত সমস্যার কথা আমরা
প্রচুর শুনেছি। এই ধরণের সংস্কৃতি আমরা একেবারেই সমর্থন করি না। আমাদের
গ্রুপে অনেক ছাত্রী রয়েছে। সুতরাং এই কার্যকলাপেক আমরা একেবারেই সমর্থন করি
না।"
ভারতীয় হিসাবে হেনস্থা এখানেই শেষ নয়। মেইলে আরও বলা হয়,"জার্মানির বহু মহিলা অধ্যাপক ভারতের ধর্ষণ সংস্কৃতির জন্যই ভারতীয় কোন ছাত্র ভর্তি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ইউরোপের ফিমেল অ্যাসোসিয়েশনও।"
মেইল পাওয়ার পর পাল্টা মেল করলে ওই অধ্যাপক আরও বলেন,"এই সিদ্ধান্ত কোন ব্যক্তি বিশেষের জন্য। সকল ভারতীয়র জন্যই এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য।"
ভারতীয় হিসাবে হেনস্থা এখানেই শেষ নয়। মেইলে আরও বলা হয়,"জার্মানির বহু মহিলা অধ্যাপক ভারতের ধর্ষণ সংস্কৃতির জন্যই ভারতীয় কোন ছাত্র ভর্তি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ইউরোপের ফিমেল অ্যাসোসিয়েশনও।"
মেইল পাওয়ার পর পাল্টা মেল করলে ওই অধ্যাপক আরও বলেন,"এই সিদ্ধান্ত কোন ব্যক্তি বিশেষের জন্য। সকল ভারতীয়র জন্যই এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য।"
Sunday, March 22, 2015
Sunday, March 15, 2015
উখিয়ায় বিয়ারসহ মাদক বিক্রেতা আটক
ক্রিকেটার রুবেলকে নিয়ে তার বাবা মা যা বললেন
তারা রুবেলকে নাম ধরে ডাকে না। ‘আব্বা’ বলে ডাকে। অনেকদিন আদরের আব্বার মুখটা না দেখে মনটা ভারী হয়েে আসে। কিন্তু যেদিন বাংলাদেশ জিতে সেদিন সব ভুলে মেতে উঠেন আনন্দে। এই তো সেদিন রুবেল পর পর দুই উইকেট নিয়ে ম্যাচটা জেতালো, বুকটা গর্বে ফুলে বাবা-মার।
রাস্তাঘাটে যেই দেখে সেই বলে, ‘চাচা আপনার ছেলে তো ম্যাচটা জিতিয়ে দিল। কিছু খাওয়ান। চা খা্ওয়ান।’ অপরিচিত কিংবা অপরিচিত ব্যাপার না। বাংলাদেশ জিতলে তার মন ভালো থাকে। যেই বলুক তাকেই চা খাওয়ান।
ছেলেকে নিয়ে গর্বিত বাবা বললেন, ‘রুবেল এখন আর শুধুই আমার ছেলে নয়, পুরো বাংলাদেশের। আমি দোয়া করি বাংলাদেশ ভারতকে হারিয়ে সেমিতে যাবে’। তারা আশায় আছেন ছেলে ফোন দিয়ে বলবে, ‘বাবা সেমিতে উঠছি। দোয়া কইরেন!
বাংলাদেশ বিপজ্জনক দল: সুনীল গাভাস্কার
এবার নক-আউট পর্বে প্রতিপক্ষ বাংলাদেশ৷ কিন্তু শাকিব-রুবেল-মাহমুদুল্লাহদের একবারে তুচ্ছ করলে চলবে না৷ এবং যদি তেমনটা হয়, তাহলে ভারতকে তার মূল্য চোকাতে হবে৷ এমনটাই মনে করছেন, প্রাক্তন ভারত অধিনায়ক ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুনীল গাভাসকর।
আসলে অভিজ্ঞতা থেকে কিংবদন্তি বুঝতে পারছেন, অনেক সময় ছোট দলের কাছে হারে বড় দল৷ এক্ষেত্রে ধোনিদের মনে রাখা ভাল, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে এই বাংলাদেশের কাছে হারতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতকে। যার জেরে গ্রুপ পর্ব থেকেই সেবার ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবারও ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলার হুঙ্কার দিয়েছে বাংলাদেশ।
১৯ মার্চ ঐতিহাসিক মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ৷ একদিকে ভারত যেখানে গ্রুপ ‘বি’র শীর্ষস্থান দখল করেছে, সেখানে বাংলাদেশ গ্রুপ ‘এ’র চার নম্বর স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই বিষয় নিয়েই ধোনিবাহিনীকে আগাম সতর্ক করেছেন গাভাসকর। বাংলাদেশকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে প্রাক্তন তারকা জানিয়েছেন, নিজেদের দিনে ভাগ্যসহায় থাকলে যে কোনও দলকে তারা হারিয়ে দিতে পারে।
গাভাসকর বলেন, ‘অতীতে ভারত বহুবার বাংলাদেশকে হারিয়েছে। তাই ওরা মনে করতেই পারে, এবারেও তেমনটাই হবে। কিন্তু চলতি বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের হালকাভাবে নিলে বড় ভুল করবে ভারত।’ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে গাভাসকর বলেছেন, শুধু ইংল্যান্ডকে হারানোই তো নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাশরাফি মর্তুজার দল।
গাভসকর মনে করেন, গ্রুপ পর্যায়ে একটা ম্যাচ হারলেও ফিরে আসা সম্ভব৷ কিন্তু নক-আউট পর্যায়ে একটা হারলেই সব শেষ। তিনি বলেন, বিপজ্জনক দল হিসেবে এই বিশ্বকাপে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। ওদের ব্যাটিং কম্বিনেশন দুর্দান্ত। মাহমুদুল্লাহ দুরন্ত ফর্মে রয়েছে। তাছাড়া, শাকিব, মুশফিকুর রহিম, শাব্বির রহমানও ফর্মে রয়েছে।

